লাইসেন্স স্থগিত ৫ মানি এক্সচেঞ্জের, ৪২টিকে নোটিস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলার সংকট রোধে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম নিয়মিত কাজ করছে। এর ধারাবাহিকতায় নানা অপরাধে ৫টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। এছাড়া, ৪২টি মানি এক্সচেঞ্জকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছিলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন অব্যাহত থাকবে।

কয়েক মাস ধরেই ডলারের বাজারে চলছে অস্থিরতা। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে বাংলাদেশে খোলা বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১১২ টাকায় বিক্রি হয়েছে।

ডলারের বাজারে সংকট ঘণীভূত হওয়ায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজার পরিদর্শন শুরু করে এই নিয়ন্ত্রণ সংস্থা। পরে ডলারের দাম কিছুটা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *