লাফার্জ ইউমিয়ামের ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন

lafarzস্টকমার্কেট ডেস্ক :

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড (এলইউএমপিএল) ভারত সরকারের কাছ থেকে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি প্রতিবছর ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পরিবহন করতে পারবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ভারতের মেঘালয়ে অবস্থিত। গত ২৮ নভেম্বর ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মণ্ত্রাণলয় থেকে একটি চিঠি পাঠানো হয়। আর গতকাল ২৯ নভেম্বর মন্ত্রাণলয়ের ওয়েবসাইটে চিঠি আপলোড করা হয়। চিঠিতে এলইউএমপিএলের প্রতিবছর ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পরিবহনের কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এলইউএমপিএল ভারতের মেঘালয়ে ১০০ হেক্টর চুনাপাথর খনি মালিক। কোম্পানিটি মেঘালয় থেকে লাফার্জ সুরমার সিমেন্ট কারখানা সুনামগঞ্জের ছাতকে চুনাপাথর পাঠায়। লাফার্জ উমিয়ামের বছরে ২ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পাঠানোর পরিবেশগত ছাড়পত্র ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *