শেষদিনে উত্থানে উভয় শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান লক্ষ্য করা গেছেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৩২৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৭১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৫০২ কোটি ৩০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২৬৯ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭১টির, আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বিডি, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি, বেক্স ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, বিবিএস ক্যাবলস, বারাকা পতেঙ্গা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩৩৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও ফনিক্স ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *