শেষ হলো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কারী ও তাদের বৈশ্বিক মান নিরূপণকারী প্রতিষ্ঠান আইওএসসিও’র আহবানে প্রতিবছরের মতো এবছরও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও বিনিয়োগ সচেতন করতে সপ্তমবারের মত ২ থেকে ১২ অক্টোবর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২’ ঘোষণা করে৷

২ অক্টোবর পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার ও বিনিয়োগকারীর অংশগ্রহণে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩’ এর শুভ উদ্বোধন সূচিত হয়৷ বিএসইসি কার্যালয়ে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩ এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ ১২ অক্টোবর ২০২৩ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ডিএসই মাল্টিপারপাস হলে “Sustainable Practice and Untapped Investment Opportunities” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার জনাব মোঃ আব্দুল হালিম৷

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার কমিশনার আব্দুল হালিম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় করতে হবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে বিনিয়োগকারীরা পুঁজিবাজার মুখি হবে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *