শেয়ারের দাম এক দিনে ৩ শতাংশের বেশি কমবে না

 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারের পতন কমানোর চেষ্টায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা মূল্যসীমায় পরিবর্তন এনেছে। এখন থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার আগের দিনের শেষ হওয়া দরের ভিত্তিতে ৩ শতাংশের বেশি কমতে পারবে না। আগে যা ছিল ১০ শতাংশ।

আজ বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

তবে, ঊর্ধ্বসীমা অর্থাৎ কোনো শেয়ারের দাম বাড়ার সীমা ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

আগামীকাল থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি।

বিএসইসি জানিয়েছে, যেসব শেয়ার ফ্লোর প্রাইসের আওতায় আছে সেসব শেয়ারের ক্ষেত্রে নতুন আদেশ প্রযোজ্য হবে না।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *