সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে সিএসইতে

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে। তবে এ সময় বেড়েছে মূল্য সূচক। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৮০০ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন ১৫৭ কোটি ৬২ লাখ ৩ হাজার ৬৯৮ টাকার শেয়ার। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৫৯৭ টাকার শেয়ার। এ সপ্তাহে লেনদেন কমেছে ৮ কোটি ২৯ লাখ ৬ হাজার ৮৯৮ টাকা।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে দশমিক ১ শতাংশ বা ১৪৭৬৫ পয়েন্ট। সিএসই৩০ বেড়েছে দশমিক ২ শতাংশ বা ১২৭৭৯ পয়েন্ট। সিএসসিএক্স বেড়েছে দশমিক ১ শতাংশ বা ৯৯৮৬ পয়েন্ট। সিএসই৫০ বেড়েছে দশমিক ১ শতাংশ বা ১০৭৫ পয়েন্ট। সিএসআই বেড়েছে দশমিক ১ শতাংশ বা ১০৪৮ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭ টির, দর কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে ছিল আমান ফিড ৯ কোটি ১৬ লাখ ৪ হাজার ৬৫০ টাকার শেয়ার। এরপর ২য় ও ৩য় স্হানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও ইউনাইটেড পাওয়ার।
স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *