সাপ্তাহিক দর কমার শীর্ষে যমুনা ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.৭০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১৩ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৮ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ৯.৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ১ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২৫ হাজার টাকা ছিল।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ৯.২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ২ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৪৮ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিং শাইন টেক্সটাইলের ৯.২৬ শতাংশ, এম.এল ডাইংয়ের ৯.১১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৮.৯২ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলসের ৮.২৯ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৮.১৫ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭.৯৬ শতাংশ ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ৭.৯৪ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *