সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পরিচালকদের জরিমানা কমলো

bsecস্টকমার্কেট ডেস্ক :

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেডের পরিচালকদের জরিমানা কমিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশনের নিয়মিত সভায় পেট্রোমেক্স পরিচালকদের জরিমানা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে গত বছর পেট্রোমেক্স রিফাইনারির ছয় পরিচালক ফিরোজ আলম, ফরিদুল আলম, রেজাকুল হায়দার, আনিস সালাউদ্দিন আহমেদ, একেএম বদিউল আলম ও মো. সামসুজ্জামানকে ১০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। পরবর্তীতে জরিমানা পুনর্বিবেচনার আবেদন করা হলে কমিশন সম্প্রতি জনপ্রতি জরিমানা ৫ লাখ টাকায় নামিয়ে আনে।

এর আগে আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য সরবরাহ করার দায়ে এসপিসিএলের সব পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে মোট ৪৫ লাখ টাকা জরিমানা করে পরবর্তী সময়ে তা কমিয়ে আনে কমিশন।

এদিকে কোম্পানির পরিচালকদের প্রতি সহানুভূতি দেখালেও দেড় বছরেরও বেশি সময় ধরে এসপিসিএলের শেয়ারকে মার্জিন ঋণ সুবিধার বাইরে রাখার নির্দেশনা বহাল রেখেছে কমিশন। শেয়ার দরে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা রুখতে ২০১৪ সালের ১৮ নভেম্বর এসপিসিএলের শেয়ারে ঋণসুবিধা বাতিল করে বিএসইসি। একই সঙ্গে স্বাভাবিক বাজারের পরিবর্তে নগদ টাকায় কেনাবেচার (স্পট মার্কেটে) বাধ্যবাধকতা আরোপ করা হয়। পরবর্তীতে গত বছরের ১৪ জুলাই স্পট থেকে স্বাভাবিক লেনদেনে ফিরে এলেও মার্জিন সুবিধা পুনর্বহাল করা হয়নি। এছাড়া প্রতিদিনের লেনদেন শেষে এসপিসিএলের শেয়ার লেনদেন-সংক্রান্ত তথ্য স্টক এক্সচেঞ্জে দাখিলে ব্রোকারেজ হাউজগুলোর প্রতি যে নির্দেশনা ছিল, তা প্রত্যাহার করে নেয়া হয়। মার্জিন সুবিধা প্রত্যাহার করায় গত দুই বছরে শেয়ারটি দুই-তৃতীয়াংশের বেশি দর হারায়। গত এপ্রিলে শেয়ারটি ৯০ টাকায় নেমে আসে। তবে সরকার রিফাইনারি থেকে ক্রয়কৃত জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ঘোষণা দিলে এর দর আবার বাড়তে থাকে। গতকাল এ কোম্পানির শেয়ার দর ১৩৫ টাকায় উন্নীত হয়।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী মূল্য আয় অনুপাত ৪০ বা এর নিচে থাকলে কোনো কোম্পানির শেয়ার কেনায় মার্জিন সুবিধা পাওয়া যায়। গতকাল লেনদেন শেষে এ কোম্পানির মূল্য আয় অনুপাত দাঁড়ায় ১৯ দশমিক ২৮। তবে এ কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাচ্ছেন না।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *