সামিট পাওয়ারের সহযোগী কোম্পানির চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার লিমিটেডের সহযোগী কোম্পানি সামিট কর্পোরেশন লিমিটেড এবং সামিট অয়েল ও শিপিং কোম্পানির সাথে একটি চুক্তি করতে যাচ্ছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি চুক্তির অগ্রগতি হিসাবে এস্ওএসসিএল সেটেল সমঝোতা এলসি এবং নতুন এলসি খুলেছে। এর মধ্যে সামিট বরিশাল পাওয়ার, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট ২, এসি অ্যালায়েন্স পাওয়ার এবং সামিট গাজীপুর ২ পাওয়ার অন্তর্ভুক্ত। বিদ্যুৎ চুক্তির আওতায় প্রজেক্টগুলি তাদের কার্যক্রম চালাতে পারবে।

স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করে বা সামিট পাওয়ারের নিজস্ব নগদ উৎস থেকে সংশ্লিষ্ট প্রকল্প কোম্পানিতে স্পন্সর কোম্পানির ইক্যুয়িটি শেয়ারহোল্ডিং অনুপাতে অগ্রিম প্রদান করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *