সিএসই ও থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর

IMG_8762স্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ  এবং দি স্টক এক্সচেঞ্জ অব থাইল্যান্ড’র (এসইটি) মধ্যে সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর হয়েছে। ওর্য়াল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জের ব্যাংকক এ অনুষ্ঠিতব্য বার্ষিক এসেম্বলি উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল ব্যাংকক সফর করেন। খবর : সংবাদ বিজ্ঞপ্তি।

উক্ত সফরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক-এ(গঙট) অর্ন্তভুক্ত বিষয়গুলো হলো তথ্য আদান-প্রদান, ট্রেনিং এবং কর্মকর্তা বিনিময় প্রোগ্রাম, বিভিন্ন সেবা এবং পণ্য বিষয়ক ধারণার উদ্ভাবন, আদান-প্রদান ও উন্নয়ন, বিনিয়োগ বিস্তার এবং ব্যবসার সুযোগ সম্প্রসারণের ব্যাপারে সহযোগিতা এবং যে কোন ধরনের দ্বি-পাক্ষিক সহযোগিতা। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিস কেসারা মানচুসরি এবং জনাব এম. সাইফুর রহমান মজুমদার সমঝোতা স্মারক এ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসই-এর চেয়ারম্যান ড. এ কে. আব্দুল মোমেন এবং ব্যাংককে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ নাজমুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক,  নিউজিল্যান্ড স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জেমসমিলার, এবং মাল্টিকমোডিটি এক্সচেঞ্জ  ইন্ডিয়াএর প্রেসিডেন্ট পারভীন কুমার সিংহলের সাথে ব্যাংককে আলাদা আলাদা বৈঠক করেন। গত ৭ সেপ্টেম্বর এ সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর হয়। ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *