সুয়েজ খাল থেকে রেকর্ড ৬.৩ বিলিয়ন ডলার আয়

সুয়েজ খাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২১ সালে মিসরে রেকর্ড ৬.৩ বিলিয়ন রাজস্ব আয় হয়েছে সুয়েজ খাল থেকে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ২০২০ সালে এ খাত থেকে আয় হয় ৫.৬ বিলিয়ন ডলার।

সুয়েজ খাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর তারা সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছেন। ২০২০ সালের তুলনায় গত বছর এ খাতে রাজস্ব আয় বেড়েছে ৭২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২.৮ শতাংশ।

সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি জানান, ২০২০ সালের চেয়ে ২০২১ সালে দুই পাশ থেকে ১০ শতাংশ বেশি জাহাজ চলাচল করেছে।

মিসরের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ অংশ আসে সুয়েজ খাল থেকে। বিশ্ব বাণিজ্যের ১০ ভাগ মালামাল সরবরাহ করা হয় এই চ্যানেল দিয়ে ।

গত মার্চে এভারগ্রিন নামে একটি বড় জাহাজ আটকে ছয় দিনের জন্য জলপথটি অবরুদ্ধ থাকে। প্রায় ২ লাখ টনের এই নৌযানটি আটকে থাকায় এশিয়া ও ইউরোপের গুরুত্বপূর্ণ সংযোগপথটি অচল হয়ে পড়ে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *