সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে, কমেছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায়ও লেনদেন সামান্য বেড়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। সেখানে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সূচকের নিম্নমুখী ৪১ কোটি ৫১ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৪৬ লাখ টাকা বেশি। গত রবিবার সেখানে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৩৮.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৭০  পয়েন্ট কমে অবস্থান করছে ২১১২ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৬৮টির, কমেছে ২৩৭টির আর অপরিবর্তিত থাকে ২৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বিবিএস ক্যাবলস, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইফাদ অটোস, পূবালী ব্যাংক, গ্রামীণফোন,  সিএন্ড এ টেক্সটাইলস, লংকাবাংলা ফাইন্যান্স, ফুয়াং ফুড ও সিটি ব্যাংক ।

এদিকে, আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৯৫ কোটি ৩৪ লাখ টাকা কম। গত গত রবিবার এই লেনদেন ১৩৬ কোটি ৮৫ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২০.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল পূর্বালী ব্যাংক ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *