সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রথম দুই ঘন্টায় দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। ডিএসইতে কোম্পানির শেয়ারদর বাড়ছে। এসময় সেখানে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে কোম্পানির শেয়ারদর কমছে। এসময় সেখানে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৩৭মিনিট পর্যন্ত দেশের প্রধান এই শেয়ারবাজারে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৫৫ পয়েন্ট কমে ৬২০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৪.২২ পয়েন্ট কমে ১৩৭১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৭ কমে ২২০৮ পয়েন্টে অবস্থান করছে।

এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেনকৃত ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির দর।

এদিকে সিএসই সূত্রে জানা যায়, ১২টা ৪১মিনিট পর্যন্ত দেশের আরেক এই শেয়ারবাজারে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.০২ পয়েন্ট কমে ১৯ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনকৃত ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ারদর বেড়েছে ৮৭টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত ছিল ২২টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *