সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১৬২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.০৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৯৩৬ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ১২৪ কোটি ৯৬ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৭৩.৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ২০ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ৯৯টি শেয়ারের ৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮৫টি কোম্পানির দর, আর ৫টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *