সূচকের বড় উত্থানে লেনদেনও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক অনেকটা বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিন বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৯৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৬১ কোটি ৭০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২১২ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির, আর দর অপরিবর্তিত আছে ২৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্স ফার্মা, এবি ব্যাংক, মালেক স্পিনিং মিলস, ম্যাকসন স্পিনিং মিলস, ওরিয়ন ফার্মা ও সাইনপুকুর সিরামিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৯৩ লাখ টাকা। । গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৩৩ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *