সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। প্রথম দেড় ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর ১২টা ১ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫০ পয়েন্ট বেড়ে ৫৯২৯ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ২.০২ পয়েন্ট কমে ২১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৫ বেড়ে ১৩১১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৪১৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৮১টির ও অপরিবর্তিত ছিল ৫০টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪২.২৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৯৩ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৬ লাখ  টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১১৫টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত ছিল ২৭টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *