সেপ্টেম্বর মাসে ডিএসইতে বিদেশীদের লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

high indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৫৭৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করেছেন। যার পরিমাণ আগস্ট মাসে ছিল ৪৫৫ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ১১৯ কোটি টাকা বা ২৬ শতাংশ।

এদিকে সেপ্টেম্বর মাসে বিদেশীরা ২৫৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩১৮ কোটি টাকার। এ হিসাবে ক্রয়ের চেয়ে ৬০ কোটি টাকার বা ২৩ শতাংশ বেশি বিক্রি করা হয়েছে।

আগস্ট মাসে বিদেশীরা ১৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট কিনেছিলেন। এর বিপরীতে বিক্রি করেছিলেন ২৭৯ কোটি টাকার। এ হিসাবে ক্রয়ের চেয়ে ১০৩ কোটি টাকার বা ৫৯ শতাংশ বেশি বিক্রি করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *