১১ মাসে বাণিজ্য ঘাটতি ৯০০ কোটি ডলার ছাড়াল

dollarবিশেষ প্রতিবেদক :

পণ্য বাণিজ্যে ঘাটতি অনেক বেশি হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি ৯শ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩০ শতাংশ। বাণিজ্য ঘাটতির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স ব্যাপক হারে কমেছে। এ কারণে বিদেশের সঙ্গে চলতি হিসাবে বড় অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে। অবশ্য সমাগ্রিক লেনদেন ভারসাম্যে ( ব্যালেন্স অব পেমেন্ট) এখনও উদ্বৃত্ত রয়েছে।

২০১৫-১৬ অর্থবছরে জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের দাম কম ছিল। আমদানি ব্যয় বৃদ্ধির হার ছিল মাত্র ৫ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে রফতানি বেড়েছিল প্রায় ৯ শতাংশ। ফলে ওই অর্থবছরে বাণিজ্য ঘাটতি এর আগের অর্থবছরের চেয়ে কম ছিল। ২০১৬-১৭ অর্থবছরে এ অবস্থার পরিবর্তন হয়েছে। কয়েক মাস ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী। অন্যান্য পণ্যের দামও বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে বাংলাদেশ ৪ হাজার ২৫ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১০ দশমিক ৬৮ শতাংশ বেশি। এ সময়ে রফতানি ৩ দশমিক ৮০ শতাংশ বেড়ে আয় হয়েছে ৩ হাজার ১০৫ কোটি ডলার। আমদানি ও রফতানির পার্থক্য অর্থাৎ বাণিজ্য ঘাটতির পরিমাণ ৯১৯ কোটি ৮০ লাখ ডলার। পণ্যের পাশাপাশি সেবা বাণিজ্যেও বাংলাদেশের ঘাটতি বেড়েছে।

আলোচ্য সময়ে এখানে বাংলাদেশ ৩১০ কোটি ডলারের ঘাটতিতে রয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে এ খাতে ২৪৩ কোটি ডলারের ঘাটতি ছিল। পণ্য ও সেবা বাণিজ্যে ঘাটতি এবং রেমিট্যান্স কমে যাওয়ায় চলতি হিসাবে ঘাটতি বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *