১২৪.৫২ টাকা প্রিমিয়ামসহ মেঘনা এনার্জির ৯৯.৯৯% শেয়ার ক্রয়

heidelberg-cementস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৯১ কোটি টাকায় মেঘনা এনার্জি লিমিটেডকে কিনবে। সম্প্রতি মেঘনা এনার্জি লিমিটেডের সাথে এই শেয়ার অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই আরো জানায়, চুক্তি অনুযায়ী হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড পাওয়ার কোম্পানি মেঘনা এনার্জি লিমিটেডের ৯৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নিবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোম্পানিটি শেয়ার সেল এগ্রিমেন্ট (এসএসএ) অনুযায়ী মেঘনা এনার্জী লিমিটেডের ১০০ টাকা মূল্যমানের ৪০ লক্ষ ৫৬ হাজার ৪৫৭ টি শেয়ার (৯৯.৯৯ শতাংশ) অধিগ্রহণের জন্য সকল আইগত প্রক্রিয়া শেষ করেছে। যার মোট মুল্য নির্ধারণ করা হয়েছে ৯১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা।

জানা যায়, মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার ১০০ টাকা অভিহিত মূল্যের সাথে ১২৪.৫২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২২৪.৫২ টাকা করে কিনবে হাইডেলবার্গ সিমেন্ট। এর জন্য মোট ব্যয় হবে ৯১ কোটি ৭ লাখ ৫০ হাজার ২০০ টাকা।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এসব শেয়ার ক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *