এক ঘণ্টায় লেনদেন ২৪১ কোটি টাকা

DSE-UP-4400-728x387স্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৩ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *