১ লাখ ৬৭ হাজার বিও হিসাব কমেছে দেড় মাসে

cdblস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত দেড় মাসে শেয়ারবাজারে ১ লাখ ৬৭ হাজার বিও হিসাব কমে গেছে। নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ ফি পরিশোধ না করায় মূলত এসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এই তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে চলমান টানা মন্দাবস্থা, নতুন বাজেট ঘোষণার পরও বাজারে ইতিবাচক কোনো পরিবর্তন না আসা এবং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রবাহ কমে যাওয়ার কারণে সংশ্লিষ্ট হিসাবধারীরা বার্ষিক নবায়ন ফি পরিশোধ করেননি বলে সংশ্লিষ্টদের ধারণা।

সিডিবিএল এর পরিসংখ্যান অনুসারে, গত ৩ জুন মোট বিও হিসাবের সংখ্যা ছিল ২৮ লাখ ৪৫ হাজার ২৬টি। গত ১৭ জুলাই তা কমে দাঁড়িয়েছে ২৬ লাখ ৭৭ হাজার ৫৩৯টি।

আলোচিত সময়ে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ২৪০টি কমে ১৯ লাখ ৫৫ হাজার ৪৫৬ জন হয়েছে। আর নারী বিনিয়োগকারী বা বিও হিসাবের সংখ্যা ৭ হাজার ৫৫ লাখ ৭৫ থেকে কমে ৭ লাখ ৪৯ হাজার ৫১ হয়েছে। নারী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ৫০ হাজার ১২৪ জন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *