২০১৬-১৭ অর্থবছরে বিদেশী বিনিয়োগ বেড়েছে চার গুণ

high indexনিজস্ব প্রতিবেদক :

গত বছর চাঙ্গাভাব ফিরে এসেছে দেশের শেয়ারবাজারে। ২০১৬-১৭ অর্থবছর শেষে এক বছরের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৬৮ শতাংশের বেশি বেড়েছে। এ সময়ে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বেচাকেনা বেড়েছে ২৩ দশমিক ৮২ শতাংশ। তবে বিদেশীদের নিট বিনিয়োগে প্রবৃদ্ধি ৪০০ শতাংশেরও বেশি।

স্টক এক্সচেঞ্জের উপাত্ত অনুসারে, ২০১৬-১৭ অর্থবছরে ডিএসইতে কার্যদিবস মোট ও গড় লেনদেন বেড়েছে। বছরজুড়ে সেখানে ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৭৫৫ কোটি ৩২ লাখ টাকা। এ সময়ে সেখানে মোট লেনদেন চলে ২৪৭ দিন। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছর ২৩৯ কার্যদিবসে মোট ১ লাখ ৭ হাজার ২৪৬ কোটি টাকা লেনদেন হয়েছিল ডিএসইতে। ওই বছর দৈনিক গড় লেনদেন ছিল ৪৩৪ কোটি ১৯ লাখ টাকা।

এদিকে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ডিএসই। সদ্যসমাপ্ত অর্থবছরের সিংহভাগ সময়েই বিদেশীদের ক্রয়াদেশ তুলনামূলক বেশি দেখা গেছে। এ সময় ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ১০ হাজার ৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৯২৫ কোটি বা ২৩ দশমিক ৮২ শতাংশ বেশি। সে সময় বিদেশী তহবিলগুলোর ক্রয়াদেশ ছিল ৬ হাজার ১৩৮ কোটি টাকার।

বিপরীতে তারা বিক্রি করেছে ৩ হাজার ৮৭০ কোটি টাকার সিকিউরিটিজ। পূর্ববর্তী (২০১৫-১৬) অর্থবছরে বৈদেশিক লেনদেন ছিল ৮ হাজার ৮৩ কোটি টাকা। এর মধ্যে ক্রয়াদেশ ৪ হাজার ২৬৭ কোটি টাকা ও বিক্রয় ৩ হাজার ৮১৬ কোটি টাকা। এ হিসাবে গেল অর্থবছরে ডিএসইতে বিদেশী বিনিয়োগ আগের বছরের তুলনায় ১ হাজার ৮১৬ কোটি ৮২ লাখ টাকা বেড়েছে, শতকরা হিসাবে যা ৮০২ দশমিক ২৭ ভাগ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *