২০১৭-১৮ অর্থবছরে আইপিও বাড়লেও কমেছে রাইট শেয়ার

ipoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরে আগের বছরের তুলনায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের অর্থ সংগ্রহ বেড়েছে। তবে এ বছর রাইট শেয়ারের সংখ্যা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারবাজার থেকে ২টি মিউচ্যুয়াল ফান্ডসহ ১১টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)মাধ্যমে ৫৪১ কোটি ২৫ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৭৪ কোটি ৩৩ লাখ টাকা মূলধন উওোলন করে।

অপরদিকে ২০১৬-১৭ অর্থবছরে ৩টি মিউচ্যুয়াল ফান্ডসহ ৯টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)মাধ্যমে ৩৯০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল৷ এদিকে, ২০১৭-১৮ অর্থবছরে ২টি মিউচ্যুয়াল ফান্ডসহ ৯টি সিকিউরিটিজ ৬৭৫ কোটি ৬৯ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷

অপরদিকে ২০১৬-১৭ অর্থবছরে ৩টি মিউচ্যুয়াল ফান্ডসহ ৯টি সিকিউরিটিজ ৯০৫ কোটি ০৮ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷

এদিকে, ২০১৭-১৮ অর্থ বছরে রাইট শেয়ার ইস্যু’র মাধ্যমে অর্থ সংগ্রহ কমেছে। ২০১৭-১৮ অর্থবছরে ৩টি কোম্পানি ৩৩ কোটি ০৭ লাখ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৯২ কোটি ৯১ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷

আগের বছর ৪টি কোম্পানি ৮৫ কোটি ৮১ লাখ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০৪১ কোটি ৯৭ লাখ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল৷

ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি ও নতুন পণ্য বাজারে যুক্ত করে দেশের শেয়ারবাজারকে বৈচিএময় বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই ডিএসই’র এখন প্রধান লক্ষ্য বলে দাবি করছে প্রতিষ্ঠানটি৷

স্টকমার্কেটবিডি.কম/বি/এল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *