২২৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইফাদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা বোর্ড কুপন বেয়ারিং বন্ডে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির কুপন বেয়ারিং বন্ডের ৩০০ কোটি টাকার মধ্যে ২২৫ কোটি টাকা বিনিয়োগ করবে সহযোগী কোম্পানি ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডের বাকী ৭৫ কোটি টাকা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ব্যবহার করা হবে।

কোম্পানিটি আসন্ন ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই বন্ড ইস্যুর সংশোধিত প্রস্তাবটি উপস্থাপন করা হবেবে।

আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় কোম্পানির এজিএমটি অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য এই বিশেষ এজেন্ডাটি উপস্থান করা হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর কোম্পানিটি এই সংশোধন আনতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *