৬০০ কোটি টাকার বেশি আদায়ের লক্ষ্য আয়কর মেলায়

bg20171030135200নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্যিক রাজধানীতে ২২ হাজার রিটার্ন দাখিলের বিপরীতে এবারের মেলায় ৬০০ কোটি টাকার বেশি আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আয়কর বিভাগ। ২০১৬ সালে ১৮৩৪৯টি রিটার্ন দাখিলের বিপরীতে আদায় হয়েছিল ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে আগ্রাবাদের সরকারি কার্যভবনে আয়কর বিভাগের সম্মেলন কক্ষ সাম্পানে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেন।

আয়কর বিভাগ চট্টগ্রামের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ কার্যক্রম বেগবান করতে বুধবার (১ নভেম্বর) শুরু হচ্ছে সাত দিনব্যাপী আয়কর মেলা। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ওইদিন সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, মো. মোতাহের হোসেন, মো. নাজমুল করিম, আহমদ উল্যাহ, অতিরিক্ত কর কমিশনার ও মেলা কমিটির সদস্যসচিব মুহাম্মদ মফিজ উল্যা, অতিরিক্ত কর কমিশনার মিস সফিনা জাহান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *