৭৪৪ বিলিয়ন ডলার ঋণের চাপায় দরিদ্র দেশগুলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯ সালে করোনা মহামারির আগেই বিশ্বের দরিদ্র দেশগুলো রেকর্ড ৭৪৪ বিলিয়ন ডলার ঋণের নিচে পড়েছে। কিন্তু করোনা মহামারিতে বিধ্বস্ত দেশগুলোর জন্য ঋণ পরিশোধ করা এখন আরো কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দরিদ্র ৭৩ দেশের ঋণ এক বছরে ৯.৫ শতাংশ বেড়ে হয়েছে ৭৪৪ বিলিয়ন ডলার। এ অবস্থায় ঋণদাতা ও গ্রহীতাদের উদ্দেশ করে বলা হয়, করোনা মহামারির কারণে বড় অঙ্কের এ ঋণ দরিদ্র দেশগুলোর জন্য সার্বভৌম ঋণের ঝুঁকি তৈরি করছে। ঋণদাতা ও গ্রহীতা উভয় পক্ষকে সহযোগিতার মাধ্যমে এ ঝুঁকি কমাতে হবে। বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ায় বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে দরিদ্র দেশগুলো। উন্নত দেশগুলোও স্বাস্থ্যগত বিপর্যয়ের মুখে পড়ে। এ অবস্থায় গত এপ্রিলে বড় অর্থনৈতিক দেশগুলোর সংগঠন জি-২০ গ্রুপ দরিদ্র দেশগুলোর ঋণ আদায় স্থগিত করে। কিন্তু এটি পর্যাপ্ত নয় জানিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মলপাস বলেন, ‘দরিদ্র দেশগুলোর জন্য যে ধরনের স্বস্তি প্রয়োজন, তা হয়নি। কারণ সব ঋণদাতা এখনো এগিয়ে আসেনি।’

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *