৯ মাসে বিদেশি ঋণের সুদ পরিশোধ ১০৫ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ প্রান্তিকে (নয় মাসে) বিদেশি ঋণের সুদ বাবদ ১০৫ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।

যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১৭ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে ৪৮৫ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছিল বাংলাদেশ।

গতকাল রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ তথ্য প্রকাশ করেছে।

একই সময়ে মূল ঋণ পরিশোধ বার্ষিক ২২ শতাংশ বেড়ে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ২০২৪ অর্থবছরের জুলাই-মার্চ প্রান্তিকে ঋণ পরিশোধ ৪৯ শতাংশ বেড়ে ২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মূলত বড় বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য সরকারের ঋণের সঙ্গে ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উৎসে অর্থায়ন করা ঢাকা মেট্রোরেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

এদিকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। এই পরিমাণ ২০২২-২৩ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ দশমিক ৭ শতাংশের বেশি।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *