স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন বাড়াতে নেটিং সুবিধা

dse1নিজস্ব প্রতিবেদক :

স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন শুরু হওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমতে কমতে তলানিতে নেমে গেছে। লেনদেনের গতি বাড়াতে ডিএসইকে নেটিং সুবিধা (লেনদেনে সমন্বয়)  চালুর প্রস্তাব দিয়েছে ট্রেকহোল্ডাররা। এর মধ্যে অন্যতম হচ্ছে ।

ডিএসইর আবেদনের পরিপেক্ষিতে আগামীকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি অনুমোদন দিতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে একই দিনে একই কোম্পানির শেয়ারে নেটিং সুবিধার প্রস্তাব দেয়  ডিএসই কর্তৃপক্ষ। এর আগে আগস্টে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিএসইসিতে এ-সংক্রান্ত লিখিত প্রস্তাব জমা দেয়।

জানা গেছে, লেনদেনে নেটিং সুবিধা চালু হলে বিনিয়োগকারীরা একই দিনে একই কোম্পানির শেয়ার একবার বিক্রি করে আবার কিনতে পারবেন। তবে এক্ষেত্রে শেয়ার ও অর্থ দুটোই ম্যাচিউরড থাকতে হবে।

একই দিনে একই কোম্পানির শেয়ার নেটিং সুবিধার ব্যাপারে বিএসইসির মনোভাবও ইতিবাচক বলে জানা গেছে। ডিএসইর প্রস্তাব গতকাল বিএসইসিতে পৌঁছানোর পরই তা পরবর্তী কমিশন সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে। আগামীকালের কমিশন সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিএসইসি।

শেষ কমিশন সভায় শেয়ার নেটিং সুবিধার প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য কোনো আইন পরিবর্তন করতে হবে না। শুধু একটি নির্দেশনার মাধ্যমেই প্রস্তাবিত সুবিধাটি চালু করা সম্ভব বলে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। মঙ্গলবার দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি এ দিন টাকার অংকে লেনদেনও তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪৫ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৩৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএল বিডির। এ সময়ে এ কোম্পানির ৩ লাখ ৮৫ হাজার ২৫৩টি শেয়ার ৪ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮১৪ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ১৮৯ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০১৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

কাশেম ড্রাইসেলসের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাবুক্ত কোম্পানি কাশেম ড্রাইসেলসের উদ্যোক্তা পরিচালক সেলিনা বেগম কোম্পানিটির শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঘোষণা অনুযায়ী তিনি ২ লাখ ৯৫ হাজার ১২৬টি শেয়ার বিক্রি করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সেলিনা বেগমের হাতে কোম্পানির ৪ লাখ ২৫ হাজার ২৯২টি শেয়ার ছিল।

ঘোষণা অনুযায়ী তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বেচা শেষ করলেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুরো বিক্রি করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

বিএসআরএম স্টিলের সাবস্ক্রিপশন ১-৫ ফেব্রুয়ারি

bsrmস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন পাওয়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। এটা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৩তম সভায় বিএসআরএমের আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এই কোম্পানি শেয়ারবাজারে ১ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ৬১ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিএসআরএএমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে  ৫২ টাকা ৯ পয়সা ।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/সি

কেয়ার অফিস গাজীপুর থেকে ঢাকায় স্থানান্তর

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের রেজিস্ট্রার অফিস গাজীপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে ১৫ তলায় কোম্পানির নতুন অফিস আনা হয়েছ। এরআগে এই অফিস ছিল গাজীপুরেরর কোনাবাড়ীতে।

গত ১৫ ডিসেম্বর থেকে এই নতুন অফিসে কোম্পানিটির কার্যক্রম চলছে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

স্পটে যাচ্ছে ইষ্টার্ন কেবলস ও ইউনাইটেড ফিন্যান্স

spot..-2স্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেটের আগে মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন কেবলস ও ইউনাইটেড লিজিং কোম্পানি (ইউএলসি) শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ২ কোম্পানির লেনদেন আগামী ৩০ ডিসেম্বর ও ১ জানুয়ারি স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ৫ জানুয়ারি সোমবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ইউনাইটেড লিজিং কোম্পানি ট্রেডিং কোড পরিবর্তন করবে। কোম্পানিটি বর্তমান ট্রেডিং কোড ‘ইউএলসির’ পরিবর্তে ‘ইউনাইটেড ফিন্যান্স’ নামে লেনদেন করবে বাজারে।

আগামী ৬ জানুয়ারি থেকে এই কোম্পানির নতুন ট্রেডিং কোড কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড
  2. ডেসকো
  3. এমজেএলবিডি
  4. গ্রামীণফোন
  5. বেক্সিমকো ফার্মা
  6. ব্রাক ব্যাংক
  7. আইডিএলসি
  8. সাইফ পাওয়ারটেক
  9. স্কয়ার ফার্মা
  10. অগ্নি সিস্টেমস লিমিটেড।

বেঙ্গল উন্ডসরের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

BENGLEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উন্ডসর লিমিটেডের পরিচালক আরিফা কবির হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোক্তা পরিচালক কো

ডিএসইতে লেনদেন ও সিএইসইতে বেড়েছে সূচক

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইএক্স বা প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮১৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮০ পয়েন্টে।

ডিএসইতে ১৮৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩২ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ডেসকো, এমজেএলবিডি, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ব্রাক ব্যাংক, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক , স্কয়ার ফার্মা এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সিএসই সার্বিক সূচক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২০ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে