মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স চলতি বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) বেড়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মাইডাস ফাইন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ১ টাকা ৪২ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসলিডেটেড নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল নেগেটিভ ১ টাকা ৭১ পয়সা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি কনসলিডেটেড সম্পদেরপরিমান ৭ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ টাকা ২৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মোজাফফর স্পিনিংয়ের টিআইএন হালনাগাদের আহ্বান

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস্‌ লিমিটেডের বিনিয়োগকারীদের ১২ ডিজিটের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর। তাই আগামী ২২ নভেম্বরের আগে টিআইএন হালনাগাদ করতে হবে। এ সময় কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে লভ্যাংশের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর টিআইএন থাকলে লভ্যাংশের ওপর ১০ শতাংশ কর কাটা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২০ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইসিবির প্রথম প্রান্তিকে আয় কমেছে

icbস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের কোম্পানি আইসিবি লিমিটেড প্রথম প্রান্তিকে আয় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ ১৫ টাকা ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ টাকা ৭৭ পয়সা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মুল্য ৭৩ টাকা ৬৭ পয়সা। ২০১৫ সালের ৩০ জুনে এর পরিমাণ ৬৯ টাকা ২০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তৃতীয় প্রান্তিকে লোকসানে বীচ হ্যাচারি

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড তৃতীয় প্রান্তিকে লোকসানে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১২ পয়সা।

উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৯৭ পয়সা।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ ০২ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩ পয়সা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মুল্য ১১ টাকা ৯১ পয়সা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এর পরিমাণ ১২ টাকা ৩৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কেয়া কসমেটিক্সের ঋণমান ‘এ’

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিক্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সারবিস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৫ সালের ৩১ মার্চ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা স্থগিত

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ বোর্ড সভা  স্থগিত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আগামী ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবার কথা ছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

তাল্লু স্পিনিং মিলস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বঙ্গজের বোর্ড সভা স্থগিত

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা স্থগিত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবার কথা ছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

বঙ্গজ লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কাসেম ড্রাইসেলের দর বাড়ার কারণ নেই

QSMDRYCELLস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ড্রাইসেল লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ২৭ অক্টোবর শেয়ারটির দর ছিল ৬৯.৫০ টাকা। ৯ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ৮২.৮০ টাকা। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ৯ নভেম্বর ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইসিবির ৩৫% নগদ লভ্যাংশ

icbস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ২০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

চিটাগাং সিমেন্টের স্থগিতাদেশ প্রত্যাহারে উদ্যোগ নেবে বিএসইসি

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

১৯৯৬ সালে শেয়ারবাজার আলোচিত চিটাগাং সিমেন্টের শেয়ার কারসাজি মামলার স্থগিতাদেশ প্রত্যাহারের উদ্যোগ নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে গত রবিবার ট্রাইব্যুনালে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল।

বিএসইসির আইনজীবী আবদুল্লাহ এম রফিকুল ইসলাম জানান, উচ্চ আদালত মামলার কার্যক্রমের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন। আমরা তার আগেই মামলা চালুর জন্য উদ্যোগ নেব।

জানা গেছে, চিটাগাং সিমেন্ট মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর ৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে রোববার এ মামলার রায় ঘোষণা করা সম্ভব হয়নি।

ট্রাইব্যুনালে বিচারক বলেন, রায়টি ঘোষণা হলে সবার জন্য ভালো হত। তিনি বাদী ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, কি রায় দিতাম তা আপনারা ভাবতেও পারেন না। এ সময় আদালতে বিএসইসির আইনজীবী মাসুদ রানা খান, উপপরিচালক এএসএম মাহমুদুল হাসান, আসামি রকিবুর রহমান, এএসএম শাহদুল হক বুলবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৩ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ-১৯৬৯ এর ২৫এ ধারায় অর্পিত ক্ষমতা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চে রিট করেন আসামি এএসএম শাহদুল হক বুলবুল। রিটের শুনানি শেষে চিটাগাং সিমেন্টের মামলা কার্যক্রমের ওপর ৬ মাসের স্থগিতাদেশ আদালত।

এর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ২৫এ ধারায় অর্পিত ক্ষমতার বিষয়কে চ্যালেঞ্জ করে এর আগেও দুটি রিট করা হয়। ২০০৬ সালে রিট করেন রিজওয়ান বিন ফারুক ও ২০১৫ সালে করেন এমএ সালাম নামে দুই বিনিয়োগকারী।

অপরদিকে চিটাগাং সিমেন্ট মামলার কার্যক্রম চালুর উদ্যোগের বিষয়ে এ মামলার আসামি ও উচ্চ আদালতে রিট দায়ের করা এএসএম শহিদুল হক বুলবুল বলেন, এর আগে যেহেতু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ-১৯৬৯-এর ২৫এ ধারাকে চ্যালেঞ্জ করে দুটি রিট রয়েছে, সেহেতু সে দুটি রিট নিষ্পত্তি না করে চিটাগাং সিমেন্টের মামলা চালু করা যাবে না। যদি বিএসইসি রিট নিষ্পত্তির আগেই চিটাগাং সিমেন্টের মামলা চালুর উদ্যোগ নেয় তাহলে তা অনৈতিক।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ