ইউনিয়ন ক্যাপিটালের বোর্ড সভা ২১ মার্চ

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ মার্চ আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৪৫ মিনিটে প্রতিষ্ঠানটির প্রধান কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আল-আরাফাহ ব্যাংকের বোর্ড সভা ২১ মার্চ

al-arafaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫ টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বার্জার পিবির ৩৭০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ

barzerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি বার্জার পিবি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে বার্জার পিবিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৪.৩৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ১৮৬.৪২ টাকা।

আগামী ১৮ এপ্রিল নিজস্ব মিলনায়তনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

চূড়ান্ত ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশের মধ্যে কোম্পানি অন্তবর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ব্যাংকটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.২৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ১৪.২৮ টাকা।

আগামী ২৭ এপ্রিল নিজস্ব মিলনায়তনে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিনো-বাংলার ১ম প্রান্তিকের ইপিএস

sinoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিনো-বাংলা লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। এসময় ইপিএস এসেছে ৩১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৩ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের (নভেম্বর, ১৫ – জানু, ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ২৫.২৪ টাকা। আগের প্রান্তিকে এই সম্পদ ছিল ২৪.৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংক পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

ucblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউসিবি লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক দেড় লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এম এ সবুর নামে ব্যাংকের এক উদ্যোক্তা ১ লাখ ৫০ হাজার শেয়ার বাজারদরে ক্রয় করবেন।

আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বর্তমান বাজার দরে ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. আমান ফিড
  2. কেয়া কসমেটিকস
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  4. ওরিয়ন ফার্মা
  5. সামিট পূর্বাচল পাওয়ার
  6. বেক্সিমকো ফার্মা
  7. বেক্সিমকো লি
  8. স্কয়ার ফার্মা
  9. সামিট পাওয়ার
  10. সিএমসি কামাল।

দ্বিতীয় দিনেও লেনদেনের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনেও লেনদেনে পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনের সাথে কমেছে মূল্য সূচক। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন ও মূল্য সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২.৫৬ পয়েন্ট কমে ৪৪৬৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল রবিবার দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪.৩৪ পয়েন্ট কমে ৪৪৮০ পয়েন্টে অবস্থান করে।

আজ ডিএসই শরীয়াহ সূচক ১.৬৩ পয়েন্ট কমে ১০৮৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭১২ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৮২ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকার উপরে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড, কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাচল পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লি, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার ও সিএমসি কামা।

অপরদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

এদিন লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। গতকাল রবিবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন প্রায় ২ কোটি টাকা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউসিবির এজিএমের ভেন্যু নির্ধারণ

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু রাজধানীতে নির্ধারণ করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভাটি ঢাকার সেনানিবাসে অবস্থিত সেনামালঞ্চ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ মার্চ সকাল ১১টায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর আগে পরিচালনা পর্ষদের এক সভায় এজিএমের তারিখ নির্ধারণ করা হলেও ভেন্যু ও সময় নির্ধারণ করা হয়নি।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রাইম ব্যাংকের বোর্ড সভা আহবান

prime-bank-limited1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৪৫ মিনিটে প্রতিষ্ঠানটির প্রধান কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ