‘শেয়ারবাজার নিয়ে সতর্ক অবস্থানে নতুন মুদ্রানীতি’

bbনিজস্ব প্রতিবেদক :

নতুন মুদ্রা নীতিতে শেয়ার বাজার সম্পর্কে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির চলতি অর্থবছরের ২০১৬-১৭ শেষার্ধের জানুয়ারি-জুন মুদ্রানীতি ঘোষণা করে এ সতর্কতা জারি করেন।

গভর্নর বলেন, ২০১০ সাল থেকে শেয়ারবাজারে বিরাজমান মন্দা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটি যেন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুদৃঢ় নিয়ন্ত্রণে থাকে এ বিষয়ে কার্যকর নজরদারি অতীব গুরুত্বপূর্ণ। তা না হলে অতীতের মতো এবারও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।

মূলধন বাজার নিয়ন্ত্রণ বাংলাদেশ সিকিউরিটি একচেঞ্জ কমিশন ইতোমধ্যেই সতর্কতামূলক উপদেশ জারি এবং বিনিয়োগকারীদের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। স্পন্সরদের শেয়ার এবং উচ্চ প্রাইস আর্নিংস রেশিওধারী শেয়ারগুলোর বিপরীতে মার্জিন ঋণ যোগানোর ওপর বিধি নিষেধ আরোপের ও প্রয়োজন হতে পারে জানান তিনি।

ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সতর্ক পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোর ক্যাপিটাল মার্কেট এক্সপোর আইনে নির্দেশিত মাত্রায় সীমাবদ্ধ রাখার ব্যাপারে নজরদারি জোরদার করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের নেওয়া বিভিন্ন ঋণ সঠিক খাতে ব্যবহার না হয়ে অস্বাভাবিক লাভের আশায় মূলধন বাজারে বিনিয়োগে যেন অপব্যবহার না হয়, সেদিকে নজর রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

‘বেসরকারি খাত ও অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির সাড়ে ১৬ শতাংশ নির্ধারণ’

bbনিজস্ব প্রতিবেদক :

২০১৭ সালের জুন নগাদ বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি সাড়ে ১৬ শতাংশ এবং অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির।

এ সময় ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামানসহ শীর্ষ কর্মকরর্তারা উপস্থিত ছিলেন।

ফজলে কবির বলেন, ‘এই মুদ্রানীতিকে প্রথমার্ধের মতোই উৎপাদন সহায়ক ও সতর্ক নীতিভঙ্গি। এ মুদ্রা নীতিতে মূল্যস্ফিতি ধরা হয়েছে ৫ শতাংশ ৮ শতাংশ।’

শেয়ারবাজার প্রসঙ্গে গভর্নর ফজলে কবির বলেন, ‘২০১০ সাল থেকে বিদ্যমান মন্দা পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রক্রিয়ায় যেন নিয়ন্ত্রক সংস্থা নজরদারি করে। তা না হলে অতীতের মতো এবারও ক্ষুদ্র বিনিয়োগকারীদের লোকসান হওয়ার আশঙ্কা আছে।’

অর্থবছরের বিতীয়ার্ধের মুদ্রানীতিতে জিডিপির প্রবৃদ্ধি ৭.২ শতাংশ অর্জনের লক্ষ্যে ব্যক্তিখাতের ঋণের প্রবৃদ্ধিসহ অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির ঊর্ধ্বসীমা ১৬ দশমিক ৪ শতাংশ রেখে এ মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. এসিআই লি.
  3. ইসলামী ব্যাংক
  4. আরএসআরএম স্টিলস
  5. একমি ল্যাব
  6. লংকাবাংলা
  7. যমুনা ওয়েল
  8. আরএকে সিরামিক্স
  9. সাইফ পাওয়ার
  10. ন্যাশনাল ব্যাংক।

সচকের বড় পতন : কমেছে লেনদেন ও দর

indexনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় ধরণের পতন হয়েছে। এদিন দিনের লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে, কমেছে বেশির ভাগ শেয়ারের দর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১২৬৯ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়। দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১১৭.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, এসিআই লি., ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিলস, একমি ল্যাব, লংকাবাংলা, যমুনা ওয়েল, আরএকে সিরামিক্স, সাইফ পাওয়ার ও ন্যাশনাল ব্যাংক।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৭২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্স ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ভাইকে শেয়ার উপহার দিবেন বোন

zahinস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল মিলস লিমিটেডের একজন পরিচালক তার ভাইকে শেয়ার হস্থান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার উপহারস্বরূপ প্রদান করবেন তিনি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

মিসেস মাসুমা খাতুন নামে কোম্পানির এই পরিচালক ১৫ লাখ শেয়ার তার ভাই শাহ মোহাম্মদ জোনায়েদকে উপহারস্বরূপ প্রদান করবেন। তার নিকট কোম্পানির মোট ১,২১,৭৪,৫১২ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

টকমার্কেটবিডি.কম/এমএ

হাক্কানী পাল্পের ইপিএস ১৮ পয়সা

hakkaniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৯ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮.৮৫ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ২৯.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ইপিএস ২৩ পয়সা

Anwar-Galva-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৭ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮.৮৮ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৮.৪২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

অ্যারামিট সিমেন্টের বোর্ড সভা ৩০ জানুয়ারি

aramits-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি অ্যারামিট সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা পৌনে ৪টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

গোল্ডেনসনের বোর্ড সভা আহবান

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেনসন লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা পৌনে ৪টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

একমি ল্যাবরেটরিজের ইপিএস ১.৮১ টাকা

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫০ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৭.৪৩ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৭৭.৩৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম