এপেক্স ফুডের ২য় প্রান্তিকের ইপিএস প্রকাশ

apexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুড কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৮ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১২.৮৬ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ১০৮.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

এএমসিএল প্রাণের বোর্ড সভা আহবান

Pran-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এএমসিএল প্রাণ লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা পৌনে ৪টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

রংপুর ফাউন্ড্রির বোর্ড সভা ৩০ জানুয়ারি

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা পৌনে ৪টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

রেনেটার অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

reneta-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সর্বশেষ ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০১৭।

আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৯২ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৭৯ টাকা ৬৬ পয়সা।

সর্বশেষ ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ৬৭ পয়সা। গতবার ছিল ৮ টাকা ৫৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ