প্রিমিয়ার লিজিংয়ের সম্পদের পুন:মূল্যায়ন

primiur-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড সম্পদকে পুনরায় মূল্যায়ন করেছে। মঙ্গলবার ডিএসই’র সূএে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, প্রিমিয়ার লিজিংয়ের ২৪ বর্গফুটের জায়গা প্রয়োজনীয় সাজ-সজ্জা সম্পন্ন করার পর পুনরায় মূল্যায়ন করেছে। এর মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে জমি, কার পার্কিং জায়গা ও গেট। এই জায়গা বাংলা মটরে অবস্থিত হ্যাপি রহমান প্লাজায়।

প্রিমিয়ার লিজিংয়ের জায়গাটির বুক ভ্যালু ২২ কোটি ৫৭ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকা। আর ফোর্সড সেল মূল্য ৭২ কোটি ৩৩ লাখ টাকা।

আর ২০১৭ সালের ১০ জুলাই নিরীক্ষক দ্বারা মূল্যায়ন করার পর জমির দর হয়েছে ৫৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আলিফ ইন্ডাস্ট্রির স্পিনিং ও ডেনিম মিলস করার সিদ্ধান্ত

alifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড একই নামে একটি স্পিনিং মিলস ও একটি ডেনিম মিলস করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র টি জানায়, কোম্পানিটি ৫০ হাজার স্পিল্ডার সম্পন্ন একটি স্পিনিং মিলস করবে। আর একটি ওভেন ডেনিম করবে। কারখানা দুটি করতে কোম্পানি ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

শেয়ার ছেড়ে নতুন এই ইউনিট দুটোতে বিনিয়োগ করবে তারা। এবিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে একটি বিশেষ সভা আহবান করেছে।

ইজিএমের তারিখ নির্ধারণ হয়েছে ১৪ মার্চ। ইজিএমে অথোরাইজড মূলধন ৫০ কোটি থেকে বাড়িয়ে ১৫০ কোটি টাকা করা সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ইজিএমের রেকর্ড ডেট ১১ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসই’র শেয়ারের মালিকানা হিসাবে চীনা কনসোর্টিয়ামই চূড়ান্ত

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বহু আলোচনা সমালোচনার পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামকেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) মতিঝিলের ডিএসই এর কার্যালয়ে বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ডিএসই এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহের মধ্যে অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’তে পাঠানো হবে।

এর আগে ১০ ফেব্রুয়ারি চীনা দুই স্টক এক্সচেঞ্জকে ডিএসইর ২৫ শতাংশ মালিকানা দেওয়ার জন্য অনুমোদন ডিএসই বোর্ড। তার আগের গত ৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তাব যাচাই-বাছাই করে ডিএসই বোর্ড।

কিন্তু ১০ ফেব্রুয়ারি দর প্রস্তাবে হেরে ভারতীয় কনসোর্টিয়াম ডিএসই’র মালিকানায় আসতে মরিয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তারা কমিশনের পাশাপাশি ও রাজনৈকভাবে বোর্ডকে চাপ সৃষ্টি করে।

উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে ডিএসই’র সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে জয় হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা অত্যন্ত সাহসিকতার সঙ্গে সবকিছু মোকাবেলা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

বোর্ড সভা শেষে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম সাংবাদিকদের বলেন, চীনা কনসোর্টিয়াম সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে আগের সভায় অনুমোদন দেওয়া হয়েছিল। এবারও বৈঠকে তাই বহাল রাখা হয়েছে। শিগগির এই প্রস্তাব কমিশনে পাঠানো হবে।

‘সাবেক সচিব ওয়ালিউল ইসলামের নেতৃত্বে কৌশলগত বিনিয়োগকারী খুঁজে বের করা জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি যোগ্য প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করে। আর এই প্রস্তাব অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর সেটাই বোর্ড অনুমোদন দিয়েছে।’

কমিশন আপত্তি করলে কি করা হবে? এমন প্রশ্নের জবাবে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘বোর্ড বসে সিদ্ধান্ত নেবে।’ কোনো ধরনের প্রেসার ছিলো কিনা? এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কবে নাগাদ কমিশনে পাঠানো হবে-এমন প্রশ্নের উত্তরে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান বলেন, চলতি সপ্তাহের মধ্যেই কমিশনে পাঠানো হবে।

বৈঠকে ডিএসইর ইন্ডিপেন্ডেন্ট শেয়ার হোল্ডার ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম