প্রথম ২ ঘন্টায় দুই শেয়ারবাজারে সূচক পতনে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃর্তীয় কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচক পতনে লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১৫.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১২৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫১ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রেকিট বেনকারইজারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Reckit ben bdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকারইজার বিডি লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ মার্চ এ শেয়ারের দর ছিল ১৬৫৯.৬ টাকা এবং ২৫ মার্চ রবিবার এ শেয়ারের দর দাঁড়ায় ১৯০৯ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে রেকিট বেনকারইজার বিডি লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লেনদেন শুরু বুধবার

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২৮ মার্চ বুধবার শেয়ার লেনদেন শুরু হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ২৭ মার্চ মঙ্গলবার কোম্পানির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী ২৮ মার্চ বুধবার থেকে কোম্পানিটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামিক ফাইন্যান্সের ২.৫৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৫৫ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিয়াকত হোসেন মোঘল নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ ৫৫ হাজার শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্ট্রাকো রিফুয়েলিং আইপিও : আবেদনের শেষ দিন

intraco reস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হয়েছে। ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ শেষ হবে আজ মঙ্গলবার। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

সালভো কেমিক্যালের মূল্য সংবেদনশীল তথ্য নেই

salvoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ মার্চ এ শেয়ারের দর ছিল ২২.৬ টাকা এবং ২৫ মার্চ রবিবার এ শেয়ারের দর দাঁড়ায় ২৫.৫ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওয়াটা কেমিক্যালের মূল্য সংবেদনশীল তথ্য নেই

wata-chemicals-300x160স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ মার্চ এ শেয়ারের দর ছিল ২৭৭.১ টাকা এবং ২৫ মার্চ রবিবার এ শেয়ারের দর দাঁড়ায় ৩২৬.৪ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ওয়াটা কেমিক্যাল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন তাদের জন্য চপেটাঘাত : বাণিজ্যমন্ত্রী

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে যারা বিরোধীতা করেছিলো তাদের জন্য চপেটাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার (২৫ মার্চ) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‘এলডিসিভুক্ত দেশ হতে বাংলাদেশের উত্তরণ: নৌ পরিবহন সেক্টরে অর্জিত সাফল্য’ চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনারের আয়োজন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলা হতো। অর্থনীতিবিদরা বলেছিলো, বাংলাদেশ দরিদ্র দেশের মডেল। কিন্তু বাংলাদেশ সব কিছুকে মিথ্যা করে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, এডিবিসহ বিশ্ব আজ বাংলাদেশের প্রসংশা করছে। সেখানে ছোট মনের দল, রাজনীতিবিদরা সমালোচনা করে যাচ্ছে। যারা দেশকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলো, উন্নয়নে বাধা দিয়েছে অর্থাৎ উন্নয়নশীল দেশের খেতাব অর্জন করায় তাদের মুখে চপেটাঘাত করা হয়েছে।

‘আমরা ক্ষমতায় থাকলে ১০ বছর আগে দেশ উন্নয়নশীল দেশে পরিনত হতো’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন বেড়েছিলো, প্রবৃদ্ধি বেড়েছিলো। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এসব কমে যায়। যারা উপর থেকে নিচে নামায় তাদের দিয়ে উন্নয়ন হয় না।

বাণিজ্যমন্ত্রী বলেন, অনেকেই বলছে, উন্নয়নশীল খেতাব ধরে রাখা চ্যালেঞ্জ তাদের বলছি, মুক্তিযুদ্ধ ছিলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে আমাদের সামনে সম্ভবনা দেখা দিয়েছে। চ্যালেঞ্জ নিয়ে এ সম্ভবনার পথ ধরে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো।

সেমিনারে নদী পথের নাব্যতা রক্ষায় ড্রেজিং কার্যক্রমের অর্জিত সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জ, দেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, স্থল বন্দর ব্যবস্থাপনায় অর্জিত সাফল্য ও চ্যালেঞ্জ দেশের নৌপথ এবং নৌযানের সুষ্ঠু ব্যবস্থাপনার বিধি-বিধান বিষয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এ সময় জানানো হয়, এক সময় দেশে ২৪ হাজার নদী পথ ছিলো। অনেক নৌপথ হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া নৌপথের মধ্যে ১ হাজার ৩০০ নৌপথ উদ্ধার করা হয়েছে। তবে আমরা ২৪ হাজার নৌপথ পুনরুদ্ধার করতে চাই। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রুপকল্প ২০২১ এবং ২০৪১ হাতে নিয়ে কাজ করছি।

নৌপথের সাফল্যের উল্লেখযোগ্য অর্ধশতাধিক স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রর্দশন করা হয়।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুস সামাদ, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার শেয়ারবাজার বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সোমবার দেশের শেয়ারবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। একই অবস্থা বিমা খাতের কোম্পানিগুলোর এবং বিমা প্রতিষ্ঠানগুলোর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, সোমবার ডিএসইর লেনদেনের পাশাপাশি অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকবে।

‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে প্রতিবছরের মতোই সরকারি ছুটি হিসেবে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

ভবন ভাঙতে বিজিএমইএর সময়ের আবেদনের ওপর আদেশ মঙ্গলবার

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএ ভবন ভাঙতে ও কার্যালয় অন্যত্র সরাতে বিজিএমইএ কর্তৃপক্ষের এক বছরের সময় চেয়ে করা আবেদনের ওপর ২৭ মার্চ আদেশ দেবেন আদালত।

পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৬ তলা ভবনটি রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে অবস্থিত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।

বিজিএমইএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ইমতিয়াজ মইনুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম