মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ২২ শতাংশ (১৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৯ টাকা। যা গত বছরে ছিল ২.৮৭ টাকা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২.৭৪ টাকা। যা গত বছরে ছিল ২২.৮২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিদায়ী সপ্তাহে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড বিদায়ী সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিগুলো।

ন্যাশনাল হাউজিং :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪০ টাকা। যা গত বছরে ছিল ২.২৯ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৮ টাকা। যা গত বছরে ছিল ১৫.৩৯ টাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৪৯ টাকা।

ব্র্যাক ব্যাংক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.০৭ টাকা। যা গত বছরে ছিল ৪.৫৫ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩১.১০ টাকা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪১ টাকা। যা গত বছরে ছিল ২.৮৭ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৯.৯৭ টাকা। যা গত বছরে ছিল ২৮.৬৪ টাকা

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৪ কোম্পানির র্বোড সভা চলতি সপ্তাহে

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি প্রাইম ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা র্বোড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানি ৪টি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪১ টাকা। যা গত বছরে ছিল ২.৮৭ টাকা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৯.৯৭ টাকা। যা গত বছরে ছিল ২৮.৬৪ টাকা

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৫ এপ্রিল।

ব্র্যাক ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.০৭ টাকা। যা গত বছরে ছিল ৪.৫৫ টাকা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩১.১০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১১ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.৩৯ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.২৭ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৫.৮৮ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.৩৯ পয়েন্ট বা ২.৪০ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৪ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২১.০৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.০৪ পয়েন্টে, প্রকৌশলী খাতের ২০.০১ পয়েন্টে, বীমা খাতের ১১.০৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৯.০২ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.০৬ পয়েন্টে, খাদ্য খাতের ২৯.০৬ পয়েন্টে, চামড়া খাতের ১৫.০৩ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৯.০৪ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাত ১১.০৭ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৫.০১ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত – ২৪.০২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২৩.০৬ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ২৫.০৯ পয়েন্টে, সিরামিক খাত ১৯.০৫ পয়েন্টে এবং পাট – ৩২.০৭ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮.২২ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে । লেনদেন বাড়লেও সূচক কমছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২৮.২২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৭৬৯ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৩৭৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৮.২২ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১৪০.০১ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৫৮০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩৩.৮৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০৮২ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৬.৭৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৩২২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২ কোটি ৯ লাখ ২৯ হাজার ৩৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৭ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫৪৩ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪১৬ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ২৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৮টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২‌১০টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

উন্নয়ের সাফল্য ধরে রাখুন : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী

2018-03-22_8_146992স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রাপ্তিকে জনগণের অর্জন উল্লেখ করে এই উন্নয়ন সাফল্যকে ধরে রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই অর্জন যারা বাংলাদেশের উন্নয়নে কাজ করেছেন তাদের সকলেরই এবং বাংলাদেশের জনগণের অর্জন। কাজেই আমি মনে করি বাংলাদেশের জনগণই হচ্ছে মূল শক্তি। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর এই জনগণই পারে সব রকম অর্জন করতে।’ তিনি বলেন, ‘এই অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে।’

শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণে তাঁকে প্রদত্ত সংবর্ধনা এবং এই উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এই জনগণের উদ্দেশেই জাতির পিতা বলে গেছেন- বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবা না। দাবায়ে যে রাখতে পারবে না সেটাই আজকে প্রমাণ হয়েছে।’

অ্যাডহক ভিত্তিতে পরিকল্পনা না নিয়ে ৫ বছর মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেই বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারের থেকে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছি। কিন্তুু যারা কাজ করেছে আমার কৃষক, শ্রমিক, মেহেনতি মানুষ থেকে শুরু করে আমাদের পেশাজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁরা কাজ করেছে।

তিনি বলেন, যারা কাজ করেন তাঁরা কিন্তু সরকারের মনভাবটা বুঝতে পারেন। আর সেটা বুঝেই তারা কাজ করেন। এটা হচ্ছে বাস্তবতা। কাজেই সরকার যখন আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তখন তাঁরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলেই আজকে আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।

সরকার প্রধান বলেন, আমাদের অর্থনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমরা আর পরমুখাপেক্ষী নেই। শতকরা ৯০ ভাগ নিজেদের অর্থায়নে আমরা বাজেট করতে পারি। যে বাজেট অতীতের থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে।

এই কাজগুলো সফলভাবে করার জন্য তিনি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সকল উন্নয়ন সহযোগী এবং বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতিও ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, সকলের সহযোগিতাতেই আজকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজনে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সভাপতিত্ব করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফজিতা ম্যানুয়েল কাতুয়া ইউতাউ কমন বক্তৃতা করেন। এউএনডিপি অ্যাডমিনিষ্ট্রেটর আসীম স্টেইনারের একটি লিখিত বার্তাও অনুষ্ঠানে পরিবেশিত হয়।
ইআরডি সচিব কাজী শফিকুল আজম স্বাগত বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী জাতির পিতার বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জাতির পিতার আকাক্সক্ষা ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। বাংলার মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবনের অধিকারী হবে- এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। তাই বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন সাধারণ মানুষের ভাগ্য ফেরানোর জন্য।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন গত ১৭ মার্চ ছিল জাতির পিতার ৯৯তম জন্মদিন। ঐদিন আমরা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের এই সুসংবাদটি পাই। জাতির পিতার জন্মদিনে আমাদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে! ২০১৫ সালে বিশ্বব্যাংক আমাদের নি¤œ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয়। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের সনদ পেল।’ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

বাংলাদেশের পথচলা এখানেই শেষ হয়নি : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ আরো এগিয়ে যাবে। বাংলাদেশের পথচলা এখানেই শেষ হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বাংলাদেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী ২০০৮ সালে আমাদের ‌‘ভিশন-২০২১’ স্বপ্ন দেখান এবং এদেশের যুবসমাজকে এই স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করি এবং তার জন্য আমাদের কৌশল ও নীতিমালা রচনা করি। আজকের উন্নয়ন তারই বাস্তবায়নের ফলশ্রুতি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস প্রাথমিক পর্যায়ে উত্তরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গতবছর Inclusive Development Index-এ বাংলাদেশের অবস্থান ৩৪তম, যেখানে ভারত ৬২তম, পাকিস্তান ৫২তম এবং শ্রীলংকা ৪০তম অবস্থানে আছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ফলে অতি-দরিদ্র্যতার হার ২০১৬ সালে ১২.৬ শতাংশে নেমে এসেছে যা ২০১০ সালে ১৭.৬ শতাংশ ছিল।

তিনি বলেন, আমরা অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে চলেছি এবং অধিকতর জনগণকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে নিয়ে আসতে সক্ষমতা বজায় রাখছি। দারিদ্র্য এদেশ থেকে আমরা বিতাড়িত করবো ২০৩০ সালে নয়, ২০২৪ সালের মধ্যেই।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে আমাদের অবস্থান শক্তিশালী করতে দ্বি-পাক্ষিক বাণিজ্য আলোচনায় দক্ষতা, আন্তর্জাতিক মানের পণ্য ও প্রতিষ্ঠান তৈরি করতে আমাদের সামর্থ আরো বাড়িয়ে চলেছি

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

৭০ টাকার স্মারক নোট ইস্যু বাংলাদেশ ব্যাংকের

d1b1f3a37e1c23040373a909bd234928-5ab38d5a3cd08স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক একটি স্মারক নোট ইস্যু করেছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক নোট অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম