দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৫৮.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৮৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হঠাৎ মার্কিন ডলারের দাম বাড়ছে

dollarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন ডলারের দাম গত শুক্রবার হঠাৎ চাঙা হয়ে ওঠে। ডলারের সূচক ছয়টি বড় মুদ্রামানের তুলনায় শূন্য দশমিক ৪০ শতাংশ থেকে বেড়ে ৯৪ দশমিক ১৫২-তে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ গতকাল জানায়, ডলারের এই উল্লম্ফন বাজারের প্রত্যাশার বাইরে। বিমান বাদে প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত নয়—এমন মূলধনী পণ্যের সরবরাহ আদেশ ১ শতাংশ বেড়ে যাওয়ায় এমনটা হতে পারে বলে মনে করছে তারা।

রয়টার্স বলছে, অন্য জিনিসের দাম যেখানে পড়ে যাচ্ছে, সেখানে ডলারের মূল্যমান বাড়ছে। যেমন সৌদি আরবে তেলের দাম পড়ে গেছে। গত দুই সপ্তাহের বেশি সময়ে কানাডীয় ডলারের মূল্যমান মার্কিন ডলারের তুলনায় শূন্য দশমিক ৭৪ শতাংশ কমেছে। নিউইয়র্কে ইউরো ১ দশমিক ১৭২৭ ডলারের তুলনায় কমে ১ দশমিক ১৬৬৬-এ এসেছে। ব্রিটিশ পাউন্ড ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলারের তুলনায় কমে ১ দশমিক ৩৩১৯ ডলারে এসেছে। অস্ট্রেলীয় ডলার শূন্য দশমিক ৭৫৭৭ ডলারের চেয়ে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৫৪৬ ডলারে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

দেশে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ ৫-৭ লাখ কোটি : অর্থনীতি সমিতি

6d56547b4394f99367ba85e3c1ad738d-5b0952a125652স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ প্রায় ৫ লাখ থেকে ৭ লাখ কোটি টাকা বলে মনে করেন বাংলাদেশ অর্থনীতি সমিতি। এই কালো টাকা থেকে কালো টাকা উদ্ধারে একটি কার্যকর কমিশন গঠন করে আগামী বাজেটে ২৫ হাজার কোটি টাকা উদ্ধারের প্রস্তাব করা হয় সমিতির পক্ষ থেকে।

শনিবার (২৬ মে) দুপুরে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এই দাবি তুলে ধরে অর্থনীতি সমিতি।

অর্থনীতি সমিতির পক্ষ থেকে আগামী অর্থবছরের জন্য ১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের অনুমোদিত বাজেটের আড়াই গুণ বেশি।

বাংলাদেশ অর্থনীতির সভাপতি ও অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ৯ লাখ ৯০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া সম্ভব। কারণ দেশে কম করে হলে ১ কোটি টাকা কর দিতে সক্ষম এমন মানুষের সংখ্যা ৫০ হাজার রয়েছে। উদ্যোগ নিয়ে তাদের সবাইকে করের আওতায় আনলে শুধু তাদের কাছ থেকেই বছরে ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ১২লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকা আর রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ৯ লাখ ৯০ হাজার ৮২০ কোটি টাকা। বাকি যে ২ লাখ ২৫হাজার ৫৮০ কোটি টাকা অনেক বড় ঘাটতি আছে। এ বিষয়ে অনর্থক কোনও তর্কে না জড়িয়ে আমরা বলতে চাই, যদি কোনও যুক্তিসঙ্গত কারণে ঘাটতি বাজেটে অসুবিধা থাকে, সেক্ষেত্রে বাজেটে ১ পয়সা ঘাটতি না রেখে আমাদের প্রস্তাবিত রাজস্ব আয় দিয়েও মোট বাজেট প্রস্তুত করা যায়।’

এর আগে প্রস্তাবিত বাজেট বিষয়ে নিয়ে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্ত প্রশ্নে আদেশ সোমবার

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিতর্কিত বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়ন (অবলুপ্ত) প্রশ্নে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর কাল সোমবার আদেশ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রবিবার শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন।

ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়নের (অবলুপ্ত) কেন আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৫ মে রুল দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কয়েকজন শেয়ারহোল্ডার আবেদন করেন। শুনানি নিয়ে ২১ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আবেদনটি আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আর ডেসটিনি ২০০০ লিমিটেডকে নিবন্ধন দেওয়া দপ্তর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।

পরে আইনজীবী এ কে এম বদরুদ্দোজা বলেন, হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ কাল আদেশের জন্য রেখেছেন। আগে হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশ কাল পর্যন্ত থাকবে।

আদালত সূত্র জানায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব মার্জনার অনুমতি চেয়ে এবং এজিএম আয়োজন বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে অবসায়ন (অবলুপ্ত) প্রশ্নে হাইকোর্ট রুল দিয়েছিলেন।

আইনজীবী সূত্র বলেছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এজিএম না হওয়ার পরিপ্রেক্ষিতে ডেসটিনি ২০০০-এর পরিচালক লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ ও কয়েকজন শেয়ারহোল্ডার গত এপ্রিলে আবেদনটি করেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

আগামীকাল স্পট মার্কেটে যাবে ৩ প্রতিষ্ঠান

Spot-Market-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক লিমিটেড আগামীকাল ২৮ মে সোমবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২৯ মে মঙ্গলবার পযর্ন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান গুলো আগামী ২৮মে ও ২৯মে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ৩০ মে বুধবার প্রতিষ্ঠান গুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান গুলো আগামী ৩০ মে লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিডি ওয়েল্ডিংয়ের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ৩০ মে

bdweldinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডের (বিডি ওয়েল্ডিং) চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩০মিনিটে রাজধানীর মিরপুরে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম