ইউনিক হোটেলের ১ম প্রান্তিক ইপিএস ৫৪ পয়সা

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৫০ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৯.৩৫ টাকা, যা গত ৩০ জুন ছিল ৮৮.৮২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

আরডি ফুডের ১ম প্রান্তিক ইপিএস ১৪ পয়সা

rdfoodস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রংপৃর ডেইরি ফুড প্রোডাক্ট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১৭ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৬৮ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৫.৫৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির এমডিদের সাক্ষাত

BSEC-BAPLC-600x371স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ফোরাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সঙ্গে সাক্ষাত করেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বিএপিএলসি’র প্রেসিডেন্ট আজম জে চৌধুরী।

সাক্ষাতকালে বিপিএলসির প্রতিনিধিরা শেয়ারবাজারের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। এ সময় তারা সম্প্রতি বিএসইসি প্রণীত কর্পোরেট গর্ভনেন্স কোড এর কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ তুলে ধরে সেগুলো সংশোধন করার অনুরোধ জানান।

সাক্ষাতকালে বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামি ও ড. স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।

বিএপিএলসির প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর ব্যবস্থাপনা পরিচালক আনিস এ. খান, বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য ও বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানি চৌধুরী, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, আমরা টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আবু নোমান হাওলাদার, এ্যাপেক্স ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ এবং বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মোঃ আমজাদ হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. খুলনা পাওয়ার
  3. মুন্নু সিরামিকস
  4. ইফাদ অটোস
  5. এসকে ট্রিমস
  6. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  7. কাট্টালী টেক্সটাইল
  8. সায়হাম কটন
  9. এ্যাক্টিভ ফাইন
  10. লিব্রা ইনফিউশন লিমিটেড।

ডিএসইতে ৬৩১ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৬৩১ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন বাড়লেও সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ৬১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৩১ কোটি ৫৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৭টির। আর দর অপরিবর্তিত আছে ৬২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ইফাদ অটোস, এসকে ট্রিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কাট্টালী টেক্সটাইল, সায়হাম কটন, এ্যাক্টিভ ফাইন ও লিব্রা ইনফিউশন লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কাট্টালী টেক্সটাইল ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সোনালী আঁশের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ অক্টোবর এ শেয়ারের দর ছিল ২৭৬.৪০ টাকা এবং আর গতকাল ১৩ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় প্রায় ৩৯১ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনালী আঁশ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইমাম বাটনের বোর্ড সভার দিন পিছালো

imamস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইমাম বাটন লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভার দিন পিছানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সূত্রটি জানায়, আগামীকাল ১৫ নভেম্বর বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে অবস্থিত প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এর আগে আজ ১৪ নভেম্বর এই বোর্ড সভা আহবান করেছিল কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এ

 

এ্যাপেক্স ট্যানারির জমি কেনার সিদ্ধান্ত

APEXTANRY-230x130স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির পরিচালনা বোর্ডে সভায় এই জমি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটি সাভারে ১৩ ডেসিমল কাঠা জমি কিনবে।

জানা গেছে, রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া কোম্পানির এই জমি কিনতে ৮৮ লাখ ৫৩ হাজার টাকা ব্যয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ