লিব্রা ইনফিউশনের বোর্ড সভা পিছালো

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের বোর্ড সভা পিছানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন রাজধানীর মিরপুরে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. স্কয়ার ফার্মা
  3. ওয়াটা কেমিক্যালস
  4. ইনটেক লিমিটেড
  5. সায়হাম কটন
  6. ব্র্যাক ব্যাংক
  7. কাট্টালী টেক্সটাইল
  8. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  9. প্যারাসাউন্ট টেক্সটাইল
  10. সিলভা ফার্মা লিমিটেড।

ডিএসইতে ৫৫২ ও সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৫২ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন কমলেও সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৬৪ লাখ টাকা। গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১৭ কোটি ১৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিক্যালস, ইনটেক লিমিটেড, সায়হাম কটন, ব্র্যাক ব্যাংক, কাট্টালী টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারাসাউন্ট টেক্সটাইল ও সিলভা ফার্মা লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৮৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে বিপর্যস্ত মার্কিন কৃষকরা

105112US-farm-soyabeaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ায় চীনের রোষানলে পড়েছে মার্কিন কৃষকরা। বাড়তি করের বোঝার কারণে চীনা ক্রেতা না থাকায় শস্যের স্তূপ জমেছে। অনেকেই ক্ষেত থেকে শস্য তুলছেন না।

বাজে আবহাওয়ায় তার সয়াবিন বীজ এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ওপর চীনে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় অবস্থা আরও খারাপ হয়।

যুক্তরাষ্ট্রে বড় বড় সংরক্ষণাগার সাধারণত আন্তর্জাতিক শস্য ব্যবসায়ীরাই চালান, সেখানে শস্য মজুদও করেন তারা। কিন্তু এবার তারা ক্ষতিগ্রস্ত শস্য তেমন একটা কিনছেন না।

এই পরিস্থিতিতে সয়াবিন ক্ষেতের ফসল না তুলেই তার ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিচ্ছেন বহু কৃষক।

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির কর্মীরা তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, লুইজিয়ানার ১৫ শতাংশের মতো তৈলবীজ ট্রাক্টর চালিয়ে ধ্বংস করা হয়েছে বা সেগুলোর অবস্থা এত খারাপ যে তা বাজারে তোলার উপযুক্ত নয়। মিসিসিপি ও আরকানসাসের অনেক এলাকায়ও শস্য নষ্ট হচ্ছে। নর্থ ও সাউথ ডাকোটায় শস্যের স্তূপ ঢাকা পড়েছে তুষারে। ইলিনয় ও ইন্ডিয়ায় পশুর আক্রমণ থেকে শস্য ভরা ব্যাগ রক্ষায় লড়ছেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

ফুয়াং সিরামিকসের ১ম প্রান্তিক ইপিএস ১৬ পয়সা

fuwanস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৭৭ টাকা, যা গত ৩০ জুন ছিল ১১.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ