ইনটেক লিমিটেডের এজিএমের দিন পরিবর্তন

intech-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের আইটি শিল্প খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৩ ডিসেম্বর এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। এজিএমটি রাজধা্নীর মহাখালীতে অনুষ্ঠিত হবে।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির গত বছরের জন্য ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ
  3. স্কয়ার ফার্মা
  4. ইফাদ অটোস
  5. সায়হাম কটন
  6. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  7. ব্র্যাক ব্যাংক
  8. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  9. কাট্টালী টেক্সটাইল
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে ৫৯৪ ও সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৯৪ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন ও সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৮৩ কোটি ৮৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, সায়হাম কটন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড, কাট্টালী টেক্সটাইল ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৯৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইটিসি ও ফাস ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রূপালী লাইফের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rupaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ নভেম্বর শেয়ারের দর ছিল ১০৫ টাকা এবং গতকাল ২৭ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১১৩ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রূপালী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

তসরিফা ইন্ডাস্ট্রিজের ২০১৮ সালের ঋণমাণ প্রকাশ

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে সিআরআইএসএল। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এ+’ ও স্বল্পমেয়াদি এসটি-৩ এসেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

স্টকমার্কেটবিডি.কম/বি

এএমসিএল প্রাণের এজিএমের দিন পিছালো

amclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এএমসিএল প্রাণ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২২ ডিসেম্বরর এই ৩৩ তম এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। এজিএমটি রাজধা্নীর উত্তর বাড্ডায় অনুষ্ঠিত হবে।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির গত বছরের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিব্রা ইনফিউশনের ১ম প্রান্তিক ইপিএস ২.৩১ টাকা

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭.৮৭ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫৯৬ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৫৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

সর্ববৃহৎ গাড়ি সার্ভিসিং সেন্টার চালু করেছে ইফাদ অটোস

_MG_9634স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে সর্ববৃহৎ বাণিজ্যিক গাড়ি সার্ভিসিং সেন্টার চালু করেছে ইফাদ অটোস সার্ভিসেস লিমিটেড বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড বাংলাদেশে সর্ববৃহৎ বাণিজ্যিক কাজে ব্যবহৃত সব ধরণের গাড়ি সার্ভিসিং সেন্টার চালু করেছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত ইফাদের নিজস্ব যায়গায় নতুন এই সার্ভিসিং স্টেশনের উদ্বোধন করা হয়। অশোক লেল্যান্ডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, মি. ভিনোদ কে. দেসারী এবং ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু সার্ভিসিং কার্যক্রমের উদ্বোধন করেন। নতুন এ স্টেশনটি চালু হওয়ায় এক সাথে ২২টি বাণিজ্যিক গাড়ি অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় স্বল্প সময়ে নিখুঁতভাবে সার্ভিসিং করা সম্ভব হবে। ইফাদ অটো সার্ভিসেস লিমিটেডের এ স্টেশনটিতে সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স সুবিধাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রীন লাইন পরিবহনের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ আলাউদ্দিন, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ, অশোক লেল্যান্ডের উর্ধতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বেসরকারী ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

¬উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে ভারতের অশোক লেল্যান্ডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, মি. ভিনোদ কে. দেসারী বলেন, বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল বাজার এবং অর্থনীতির উন্নয়ন সচল রাখতে বাণিজ্যিক গাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিপুল চাহিদা পূরণে অশোক লেল্যান্ডের সহায়তায় ইফাদ গ্রুপ ইতোধ্যেই ধামরাইতে এ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপন করেছে। ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মদনপুরসহ সারাদেশে ২২টি সার্ভিস স্টেশন চালু করা হয়েছে। খুব দ্রুতই এ সংখ্যা ৩৬ এ উন্নীত হবে বলেও জানান তিনি।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, নি:সন্দেহে আজ একটি স্মরনীয় মূহুর্ত। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল পরিসরে এমন একটি সার্ভিসিং স্টেশন চালু করতে পারা সত্যিই আনন্দের। ইফাদ গ্রুপ সব সময় ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে বলেই দীর্ঘ তিন দশকেরও বেশী সময় ধরে অত্যন্ত সুনামের সাথে গাড়ি বাজারজাত করে আসছে। জাতীয় অর্থনীতিতে এই সার্ভিসিং স্টেশনটি বিশেষ ভুমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু।

অনষ্ঠানে গ্রীন লাইন পরিবহনের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ আলাউদ্দিন ইফাদ অটো সার্ভিসেস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আধুনিক সুবিধা সম্বলিত এমন একটি সার্ভিসিং সেন্টারের অভাব আমরা দীর্ঘদিন ধরেই অনূভব করছিলাম। তিনি বলেন, পরিবহন জগতে বেসরকারী উদ্যোগে ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস লিমিটেড। কারন, ইফাদের সার্ভিসিং সেন্টারটি চালু হওয়ায় দেশের পরিবহন মালিক-শ্রমিকগন উৎসাহিত হবেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

লংকা-বাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

lankaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত লংকা-বাংলা ফাইন্যান্সকে ৩০০ কোটি টাকার নন কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার কমিশনের ৬৬৭তম সভায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে রুটস ইনভেস্টমেন্ট এবং গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/

নিউ লাইন ক্লথিংসকে আইপিও অনুমোদন দিল বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে অর্থ উত্তোলনের জন্য নিউ লাইন ক্লথিংস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

মঙ্গলবার বিএসইসির ৬৬৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির এই আইপিওটি অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। বিনিয়োগকারীরা ১০ টাকা দরে প্রতি লট শেয়ার কিনতে পারবে ৫০০০ টাকায়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মেশিন-যন্ত্রপাতি ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। উক্ত সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার কাজ করবে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড