বাংলালিংকের নতুন নম্বর সিরিজ ‘০১৪’

banglaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন নম্বর সিরিজ ‘০১৪’ চালু করতে যাচ্ছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

আগামী বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’- এ নতুন নম্বর সিরিজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে অপারেটরটি।

‘০১৯’ এর পর গ্রাহকদের জন্য এই নতুন নম্বর সিরিজ চালু করতে যাচ্ছে বাংলালিংক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলালিংকের সিইও এরিক অস এবং শীর্ষ কর্মকর্তারা।

বাংলালিংকের আগে গ্রামীণফোন তাদের পুরনো ‘০১৭’ এর পর ‘০১৩’ নম্বর সিরিজ চালু করে গত ১৪ অক্টোবর।

নেদারল্যান্ডসভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

বিটিআরসির হিসেবে, গত সেপ্টেম্বর শেষে দেশে চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার। এরমধ্যে বাংলালিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ৩৬ লাখ ৯৯ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

পোশাক শ্রমিকের মজুরি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক শ্রমিকের নিম্নতম মোট মজুরি ৮ হাজার টাকা চূড়ান্ত করেছে সরকার। নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশকৃত খসড়া কাঠামো চূড়ান্ত করে গত রোববার প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পোশাক শ্রমিকদের নিম্নতম গ্রেডে ৪ হাজার ১০০ টাকা মূল মজুরি ধরে নিম্নতম মোট মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মূল মজুরির বাইরে শ্রমিকরা বাড়ি ভাড়া হিসেবে ২ হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা হিসেবে ৬০০ টাকা, যাতায়াত ভাতা হিসেবে ৩৫০ টাকা ও খাদ্য ভাতা হিসেবে ৯০০ টাকা পাবেন। সব মিলিয়ে নিম্নতম গ্রেডের শ্রমিকরা মজুরি পাবেন ৮ হাজার টাকা।

২০১৩ সালে নির্ধারিত নিম্নতম মোট মজুরি ৫ হাজার ৩০০ টাকার চেয়ে তা ৫১ শতাংশ বেশি। নতুন কাঠামোয় শিক্ষানবিশ শ্রমিকের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৭৫ টাকা।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ হাজার ৪৩৬ টাকা মূল মজুরি ধরে গ্রেড ১-এর শ্রমিকদের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৫০৪ টাকা। গ্রেড ২-এর শ্রমিকদের ক্ষেত্রে মূল মজুরি ৮ হাজার ৫১৪ টাকা আর মোট মজুরি ১৪ হাজার ৬২১ টাকা। ৫ হাজার ১৫২ টাকা মূল মজুরি হিসেবে গ্রেড ৩-এর শ্রমিকরা মোট মজুরি পাবেন ৯ হাজার ৫৭৮ টাকা। ৪ হাজার ৯৩০ টাকা মূল মজুরি ধরে গ্রেড ৪-এর শ্রমিকদের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ২৪৫ টাকা।

এছাড়া ৪ হাজার ৬৭০ টাকা মূল মজুরি ধরে গ্রেড ৫-এর শ্রমিকদের মোট মজুরি ৮ হাজার ৮৫৫ টাকা এবং ৪ হাজার ৩৬৬ টাকা মূল মজুরি ধরে গ্রেড ৬-এর শ্রমিকদের মোট মজুরি ৮ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

ডিসেম্বরের পর পুরোনো ডেবিট-ক্রেডিট কার্ড ইস্যু না করার নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেন আরও নিরাপদ করতে সব ধরনের কার্ডে নতুন প্রযুক্তি সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ৩১ ডিসেম্বরের পর ম্যাগনেটিক স্ট্রিপ অর্থাৎ পুরানো প্রযুক্তির কার্ড ইস্যু না করার নির্দেশ দেয়া হয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সব ব্যাংককে এ নির্দেশনা মানতে হবে। অর্থাৎ এসময়ের মধ্যে সব ব্যাংককে নতুন প্রযুক্তি সংযোজিত ডেবিট ও ক্রেডিট কার্ড প্রচলন করতে হবে।

সোমবার এক সার্কুলার জারি করে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব ডেবিট-ক্রেডিট কার্ড চিপ ও পিনযুক্ত তথা দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু সব ব্যাংক ওই নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে নতুন করে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসবে ওয়ালটন হাই-টেক

waltonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আসছে ওয়ালটনের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড হিসেবে ওয়ালটনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে পরিচিত করার লক্ষ্যে শেয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অদূর ভবিষ্যতে বিদেশি শেয়ারবাজারেও তালিকাভুক্তি করবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। শেয়ারবাজারে কোনো প্রাইভেট প্লেসমেন্ট দিচ্ছে না ওয়ালটন।

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার উন্মুক্ত করা হবে। শেয়ারবাজারে ওয়ালটনের ইস্যু ম্যানেজার হিসেবে আছে ট্রিপল এ ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু ইস্যু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

যুক্তরাষ্ট্রের চাপে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের চাপে তেল উৎপাদন বাড়াতে বাধ্য হচ্ছে সৌদি আরব। তেলের মূল্য পতনের প্রেক্ষিতে ‘অর্গানাইজেশন অব পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিসের’ (ওপেকে) আসন্ন সভায় তেল উৎপাদন কমানোর প্রস্তাব উঠতে পারে এমন আশঙ্কায় চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

জামাল খাশোগির হত্যার মতো ঘটনায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে থাকা সৌদি আরবও চাইছে না যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সাথে তেলের মূল্য নিয়ে ধর কষাকষি করতে। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট তেলের দাম কমিয়ে রাখার স্বার্থে তেল উত্তোলন ঠিক রাখারও অনুরোধ জানিয়েছেন।

রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, সৌদি আরব বর্তমানে দিনে এক কোটি ১১ লাখ থেকে এক কোটি ১৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। তবে নভেম্বর শেষ না হলে বলা যাবে না যে ঠিক কি পরিমাণ তেল উৎপাদন করছে সৌদি আরব। ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারের তেলের যোগান কমে যাবে এবং মূল্য বেড়ে যাবে এমন আশঙ্কা থেকে তেলের উৎপাদন বৃদ্ধি করেছিল সৌদি আরব। কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদন সূত্রে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ ফালিহ বলেছেন, তেলের উৎপাদন যে হারে চলছে তাতে আগামী বছর নাগাদ চাহিদার চেয়ে প্রতিদিন ১০ লাখ ব্যারেল বেশি তেল উৎপাদিত হবে।

এদিকে, ট্রাম্প সম্প্রতি এক টুইট বার্তায় জানিয়েছেন, আশা করা যায় সৌদি আরব এবং ওপেক তেল উত্তোলন কমাবে না। সরবরাহের ওপর ভিত্তি করে তেলের দামও অনেক বেশি কমিয়ে রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ফের চীনা পণ্যে শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তৃতীয়বারের মতো চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আরো প্রায় ২৬৭ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। সোমবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক ইন্টারভিউতে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি মার্কিন ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন অন্যায্য বাণিজ্য করছে। যুক্তরাষ্ট্রে বিপুল রপ্তানি করলেও চীনের বাজারে মার্কিন পণ্য প্রবেশ সীমিত। এদিকে, চীন পাল্টা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। চীনা পণ্যে শুল্কারোপের প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যেও শুল্কারোপের হুমকি দিয়েছিল বেইজিং। বিশ্লেষকরা ইতোমধ্যেই তাদের পারস্পরিক বাড়তি শুল্ক আরোপের নীতিকে বাণিজ্য যুদ্ধ বলেও উল্লেখ করেছেন।

এদিকে, সোমবার ট্রাম্প বলেছেন, চীনের আরো প্রায় ২শ’ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে ২৫ ভাগ করা হবে, যা এখন ১০ ভাগ শুল্কারোপের আওতায় রয়েছে। আসন্ন জি-২০ সম্মেলনে চীনের সাথে সমঝোতা না হলে আগামী ১ জানুয়ারি থেকে এই পদক্ষেপ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালকের বিক্রির ঘোষণা

tasrifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, লাইরা রেজ্বোয়ান হাসান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬৭ লাখ ৪১ হাজারটি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনারগাঁ টেক্সটাইলের সংবেদনশীল অপ্রকাশিত তথ্য নেই

sonargoan-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ নভেম্বর এ শেয়ারের দর ছিল ১৮.৫০ টাকা এবং গতকাল ২৭ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২২ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট নিটিংয়ের ৬০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৬০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আসিফ মঈন নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৬০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৩১ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. বার্জার পেইন্টস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. সায়হাম টেক্সটাইল
  5. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  6. ইনটেক লিমিটেড
  7. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  8. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ
  9. ফার্মা এইডস
  10. ইফাদ অটোস লিমিটেড।