গাড়ি আমদানি না করে তৈরি করতে বললেন শিল্পমন্ত্রী

mojidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমদানি না করে নিজেরাই গাড়ি তৈরি করতে হবে। আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। নিজেরা নিজেদের গাড়ি তৈরি করবো। অনেক সেনাপতি তৈরি করেছি। এবার শিল্পপতি বানাবো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল আয়োজিত ১৪তম ঢাকা মোটর শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার ফিটনেসবিহীন গাড়ি নিয়ে অনেকে অনেক কথা বলেন, যানজটের জন্য এসব গাড়িকে দায়ী করেন। কিন্তু যদি আমরা ফিটনেসবিহীন গাড়ি ধরতে অভিযান চালাই, তাহলে এতো গাড়ি ডাম্পিং করার জায়গা নেই।
তিনি আরও বলেন, শিল্পক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। মূলত তা বঙ্গবন্ধুর অবদান। তিনি যদি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেতে পারতো না।

স্টকমার্কেটবিডি.কম/এম

কোকা-কোলার বিজ্ঞাপনে অশ্লীল শব্দের ব্যবহার প্রশ্নে রুল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোকা-কোলার বিজ্ঞাপনে অশ্লীল শব্দের ব্যবহার প্রশ্নে রুল
কোমল পানীয় কোকা-কোলার বোতলের লেবেলে জটিল, চরম, মাথা নষ্ট—এমন শব্দ ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করায় কোকো-কোলার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি এস আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

তথ্যসচিব, শিল্পসচিব, সংস্কৃতিসচিব, আইনসচিব, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী মনিরুজ্জামান রানা।

এর আগে ২৭ ফেব্রুয়ারি কোমল পানীয় কোকা-কোলার বোতলের লেবেলে জটিল, চরম, মাথা নষ্ট, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির, পার্ট, প্যারা, ব্যাপক, যা-তা—এমন শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান। যার ওপর শুনানি নিয়ে আজ আদালত রুল দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। কোকা-কোলার পক্ষে ছিলেন তানজীব উল আলম। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এরশাদুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

রিট আবেদনকারী আইনজীবী মনিরুজ্জামানের ভাষ্য, কোকা-কোলার বোতলের লেবেল জটিল, চরম, মাথা নষ্টসহ নানা শব্দ ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এটি আপত্তিজনক। কেননা, একটি শিশু দোকানে গিয়ে বলছে ‘আমাকে একটা প্যারা দেন’, কেউ বলছে ‘একটা মাথা নষ্ট দেন’। এতে নেতিবাচক প্রভাব পড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বোয়িং ৭৩৭ ম্যাক্স উঠিয়ে নেওয়ার ঘোষণা দিল কর্তৃপক্ষ

boing-20190313173224স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইথিওপিয়ান এয়ারলাইনসের ‘বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮’ বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর সবাই নিহত হওয়ার জেরে এই মডেলের সব উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের ঘোষণা দিয়েছে বোয়িং। যুক্তরাষ্ট্রভিত্তিক এই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বিশ্বব্যাপী এই মডেলের ৩৭১টি উড়োজাহাজ তুলে নেবে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়ে বোয়িং।

এফএএ জানিয়েছে, নতুন প্রমাণের পাশাপাশি নতুন উপগ্রহের তথ্য পর্যালোচনা করে সাময়িকভাবে এই জেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার জেরে ইতিমধ্যে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের আকাশসীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

ইথিওপিয়ার ঘটনার পর বোয়িংয়ের এই মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছিল, সেটিও ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স। ওই দুর্ঘটনায় নিহত হন ১৮৯ জন। মাত্র পাঁচ মাসের মধ্যে দুটি দুর্ঘটনা।

ইথিওপিয়ায় দুর্ঘটনাস্থলে তদন্ত করছে এফএএ। এফএএর ভারপ্রাপ্ত প্রশাসনিক প্রধান ড্যান এলওয়েল গতকাল বুধবার বলেন, এটি স্পষ্ট যে ইথিওপিয়ান এয়ারলাইনসটির ট্র্যাক খুব কাছাকাছি ছিল এবং লায়ন এয়ারের ফ্লাইটের মতোই আচরণ করেছিল। দুর্ঘটনার ধরন লায়ন এয়ারের মতোই।

বোয়িং এখনো বলছে, ৭৩৭ ম্যাক্স নিরাপদ—এ ব্যাপারে নিশ্চিত তারা। তবে এফএএ ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের সঙ্গে আলোচনা করে সাময়িকভাবে এটির উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৭ সালের ৩১ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০১৮ সালের ৩০ অক্টোবর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশে ৫ হাজার কোটি ডলারের চীনা বিনিয়োগ আসবে

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী এক থেকে দেড় দশকে চীন বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে প্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে চলেছি, তাতে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। আগামী ১০-১৫ বছরে চীন বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতের উন্নয়নে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে আশা করা যায়।’

সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস বলেন, ‘২০৪১ সাল নাগাদ ৮২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে জন্য প্রয়োজন হবে ১৮ হাজার কোটি ডলারের বিনিয়োগ।’

রাজধানীর সোনারগাঁও হোটেলে গত সোমবার হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) ‘বাংলাদেশ-চীন বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে বাংলাদেশে চীনা ব্যবসায়ী গোষ্ঠী, ব্যাংকের গ্রাহক ও এইচএসবিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা ইকোনমিক কাউন্সিলর লি গুয়াংজুন,এইচএসবিসি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের ইন্টারন্যাশনাল কান্ট্রিজ আঞ্চলিক প্রধান টিম ইভান্স, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) মো. মাহবুবউর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লকে ১৬ কোম্পানির ৪২ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে কোম্পানিটির ৮৮ লাখ ৪ হাজার ৪৬৯টি শেয়ার ৩৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪২ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মোট ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মুন্নু জুট স্টাফলার্সের।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার, বাটা সু’র ১১ লাখ ৯০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪ কোটি ৫২ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৬ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ৩৭ লাখ ৪০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬৭ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৩২ লাখ ১৯ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৪২ লাখ ২০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৭২ হাজার টাকার এবং ইউনিয়ন ক্যাপিটালের ৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

পোশাক রফতানিতে বাংলাদেশ একদিন প্রথম হবে : গোলাম দস্তগীর

golamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবর্তমানে বস্ত্র (পোশাক) রফতানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে। সরকারের লক্ষ্য, বস্ত্র রফতানিতে বাংলাদেশ যেন প্রথম হয়। এই খাতটি একদিন শীর্ষে উঠে আসবে।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ভবনে বস্ত্র অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমন প্রত্যাশার কথা জানান।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসমাইলসহ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রফতানিতে বাংলাদেশের বস্ত্রখাত বিশ্বের শীর্ষে উঠে আসবে। বস্ত্রখাতের উন্নয়নে দেশে ফ্যাশন ডিজাইনিং ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। ফ্যাশন ডিজাইনিংয়ের মানোন্নয়ন ঘটাতে হবে। ডিজাইনিংয়ে আমাদের আরও উন্নত হতে হবে। শুধু দেশি নয়, বিদেশি ফ্যাশন ডিজাইনকেও রপ্ত করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে ডিজাইনার এনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে।’

বস্ত্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সব স্টেক হোল্ডারদের নিয়ে বসব। বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কর্মযজ্ঞ সরকার বাস্তবায়ন করবে। খাতটিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্বপ্ন। আমরা সেই স্বপ্ন পূরণ করবো।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গ্যাসের দাম না বাড়াতে হাইকোর্টে রিট আবেদন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে রিট আবেদনটি করা হয়।

গ্যাসের দাম আরেক দফায় বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। তারা চাইছে এ দফায় সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানো হোক। এটা কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ১ বার্নারের গ্যাসের চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা, ২ বার্নারের চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা এবং মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অডিটরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি শুরু করেছে। গত ১১ মার্চ থেকে শুরু হওয়া এই গণশুনানি চলবে ১৪ মার্চ পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিস্টেম আপগ্রেডের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ৫ দিন বন্ধ

dutch-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিস্টেম আপগ্রেডের জন্য বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের সব ধরনের সেবা ১৪ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেড প্রক্রিয়ার জন্য আগামী ১৪ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ১৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের সব শাখা, এটিএম বুথ, পিওএস ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।

এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং গ্রাহকদের এসএমসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান ব্যাংকটির এক কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বোয়িং ম্যাক্স-৮ উড়োজাহাজের অনুমতি দেবে না বেবিচক

boing-20190313173224স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ কেনা বা লিজের অনুমতি দেবে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইথিওপিয়ান এয়ারলাইনস ও লায়ন এয়ারের ম্যাক্স উড়োজাহাজের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বাংলাদেশের এই রেগুলেটরি বোর্ড (বেবিচক) সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেবিচকের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটি বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের কোনো বিমান পরিবহন সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ব্যবহার করে না। বর্তমানে কোনো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স ব্যবহার করছে না। এ ব্যাপারে সিভিল এভিয়েশন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

জানা গেছে, বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট হিসেবে আগামী বছর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ যুক্ত হওয়ার কথা ছিল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি একটি এয়ারলাইনসের বহরে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপ মিলে বাংলাদেশে প্রথমবারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স সরবরাহ করার কথা থাকলেও এখন আর সেটি হচ্ছে না।

উল্লেখ্য, খুব অল্প সময়ের ব্যবধানে দুই দুর্ঘটনার পর ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ক’দিন ধরে একের পর এক বিভিন্ন এয়ারলাইনস বহরে থাকা ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয়। এর মধ্যে সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও অস্ট্রেলিয়া রয়েছে। এ ছাড়া ইথিওপিয়ান এয়ারলাইনস, ব্রিটিশ কেইম্যান এয়ারওয়েজ, সাউথ আফ্রিকার কোমএয়ার, ব্রাজিলের গোল এয়ারলাইনস, মেক্সিকোর অ্যারোমেক্সিকো ও আর্জেন্টিনার অ্যারোলিনেয়াস আর্জেন্টিনাস, নরওয়েজিয়ান এয়ার, টুই এয়ারওয়েজ, শেনজেন এয়ারলাইনস, এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, চায়না সাউদার্ন, হাইনান এয়ারলাইনস, সাংহাই এয়ারলাইনস, জিংমেন এয়ারলাইনস, শ্যানডং এয়ারলাইনস, ওকে এয়ারওয়েজ, কুনমিং এয়ারলাইনস, গরুড় ইন্দোনেশিয়া, লায়ন এয়ার ও সিল্ক এয়ার তাদের বহরের বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের সব ফ্লাইট স্থগিত করেছে। অসংখ্য এয়ারলাইনস বোয়িং-৭৩৭ ম্যাক্স সিরিজের দেয়া অর্ডার বাতিল করতে শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড