৮১ টি রাষ্ট্রীয় কারখানা বেসরকারি খাতে হস্তান্তর

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানিয়েছেন, প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে কমিশনের সুপারিশে ৮১ টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যমতে, প্রাইভেটাইজেশন কমিশনের সুপারিশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩০ টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ৫টি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালযের অধীনে ৪টি মিল-কারখানা বেরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০ টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বড় বিনিয়োগ নিয়ে আসছেন সৌদি ব্যবসায়ীরা

bidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল আজ বুধবার মধ্যরাতে বাংলাদেশে আসছে। তাদের কাছ থেকে ১৬টি প্রকল্পে দড় থেকে দুই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাওয়ার আশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ বিন আলতোয়াজরির নেতৃত্বে আসা প্রতিনিধি দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোর সদস্যরা থাকবেন। তাঁদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে সংলাপে বসবে সরকারের বিভিন্ন সংস্থা।

কাজী আমিনুল ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে যে ১৬টি প্রকল্প নিয়ে কথা চলছে, তার মধ্যে কয়েকটির ক্ষেত্রে চুক্তি সই হবে। কয়েকটির ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হবে। কয়েকটি প্রকল্পে বিনিয়োগের বিষয়ে প্রস্তাব দেবে বাংলাদেশ। পাশাপাশি তাদেরও আগ্রহের কয়েকটি ক্ষেত্র রয়েছে। তিনি বলেন, এসব প্রকল্পে মোট দেড় থেকে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ আশা করা যায়। তবে পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

কাজী আমিনুল ইসলাম বলেন, লালমনিরহাটে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামতের একটি প্রকল্পের চুক্তি হতে পারে। ফেনীতে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে পারে সৌদিরা। বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের একটি কারখানা নিয়েও আলোচনা হচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি অ্যারাবিয়ান অয়েল (আরামকো) বাংলাদেশে একটি তেল শোধনাগার ও তেলভিত্তিক পণ্য উৎপাদনে বিনিয়োগ করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি

তেজগাঁওয়ে শ্রমিকদের অবস্থান : তীব্র যানজট

df57756e0d8be310a61f0c85fc7ef440-5c80999232869স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে পোশাক শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা এ কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে। আজ সকাল আটটার পর থেকে ওই এলাকায় অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার কর্মীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন।

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫টি ব্যাংকের হেড অফিস চায় চট্টগ্রাম চেম্বার

ctg-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশে কস্ট অব ডুয়িং বিজনেস ৫ বছরে কমবে আশা করে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ৫টি ব্যাংকের হেড কোয়ার্টার চট্টগ্রামে হতে হবে। ঢাকা থেকে আইপি ইস্যু হতে ৫ দিন চলে যায়। ১৩ টনের ওজন স্কেল ব্যবসায়ীদের বড় দুঃখ।

বুধবার (৬ মার্চ) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

চেম্বার সভাপতি বলেন, এ মেলা চট্টগ্রামবাসীর আনন্দ মেলা। সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন তারা।

তিনি বলেন, বন্দরের কোনো ক্ষমতা নেই। বন্দর বোর্ডে স্টেক হোল্ডারদের প্রতিনিধি রাখতে হবে। কাস্টম হাউসের ভবনটি আধুনিকায়ন ও জনবল বাড়াতে হবে। বন্দরে স্ক্যানার সংকট চলছে। প্রতিটি গেটে স্ক্যানার বসালে ব্যবসায়ীদের সময় বাঁচবে। বিনিয়োগ বোর্ডের জনবল বাড়াতে হবে। জলাবদ্ধতার প্রকল্প যথাসময়ে শেষ হলে সুফল মিলবে।

স্টকমার্কেটবিড/

ফারমার্স ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফারমার্স ব্যাংকজালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ মার্চ) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসা করেন উপপরিচালক সামছুল আলম।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। গত সোমবার (৪ মার্চ) দুদক থেকে ৯ কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয়।

যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জন ব্যাংকটির শেরপুর শাখার কর্মকর্তা। তারা হলেন— অপারেশন্স ম্যানেজার এডিএম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আবু নাঈম।

অন্য চার জন হলেন— প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লষ্কর।

জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, ‘ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাত অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্তের অংশ হিসেবে নয় জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ও তার ছেলেসহ কয়েকজন ব্যাংকারকে আসামি করে এর আগে তিনটি মামলা হয়। ওই সব মামলায় গ্রেফতার হয়ে বাবা-ছেলে দুজনই কারাগারে আছেন।

২০১২ সালে ফারমার্স ব্যাংক কার্যক্রম শুরুর পরই অনিয়মে জড়িয়ে পড়ে। আস্থার সংকট তৈরি হলে আমানতকারীদের অর্থ তোলার চাপ বাড়ে। পরিস্থিতির অবনতি হলে ব্যাংকটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী।

জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্তে ব্যাংকটির সাবেক দুই শীর্ষ ব্যক্তির অনিয়ম তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটির গ্রাহকের ঋণের ভাগ নিয়েছেন মহিউদ্দীন খান আলমগীর ও মাহবুবুল হক চিশতী। এর মাধ্যমে দুজনের নৈতিক স্খলন ঘটেছে এবং তারা জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তবে মহিউদ্দীন খান আলমগীরকে এপর্যন্ত দুদকে তলব করা হয়নি। কোনও মামলায় আসামিও করা হয়নি তাকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সিলকো ফার্মার আইপিও আবেদন গ্রহণ শুরু বৃহস্পতিবার

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগাকরীদের আবেদন শুরু হবে ৭ মার্চ বৃহস্পতিবার থেকে। আর এই আবেদন চলবে ১৯ মার্চ পর্যন্ত।

প্রতিটি আবেদনের সাথে ৫০০ শেয়ার দর বাবদ ৫০০০ টাকা করে জমা দিতে হবে বিনিয়োগকারীদের।

সম্প্রতি কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে এ টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়। সে লক্ষ্যে সাবক্রিপশন শুরু হচ্ছে আগামী ৭ মার্চ।

কোম্পানিটির আইপিওর টাকায় কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪১ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৬ টাকা।

কোম্পানিটির আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরাতে হবে: সালমান এফ রহমান

salmanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘নিমতলীর ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু যেকোনও কারণে তা হয়নি। এখান থেকে আমাদেরকে সরতে হবে। ব্যবস্থা না নিয়ে ধাক্কা দিয়ে তো বের করে দিতে পারবেন না।’

বুধবার (৬ মার্চ) সকালে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে ‘পুরনো ঢাকার ঝুঁকিপূর্ণ ব্যবসা, সংকট ও সম্ভাবনা : করণীয় ও বর্জনীয়’ বিষয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘পুরান ঢাকার ব্যবসায়ীদের অর্থনীতিতে অনেক অবদান রয়েছে। ৯ বছর আগে ব্যবসার ধরন যা ছিল এখন আরও বেড়েছে। এটা ঠিক হয়নি। কারণ আমাদের বোঝা উচিত ছিল আমাদেরকে এখান থেকে সরতে হবে।’

তিনি আরও বলেন, এখন অগ্নিকাণ্ডের জন্য ক্ষতিকর ২৯টি দাহ্য পদার্থের তালিকা করা হয়েছে। প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে আরও বাড়ানো হবে। কিন্তু এটি ৩২ এর বাইরে যাবে না।

সভাপতির বক্তব্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার দুর্ঘটনা আমি দেখেছি। এই বিভৎস চিত্র নগর কর্তৃপক্ষ মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রী মেনে নিতে পারেননি। আমরা চাই এই টাস্কফোর্স ঝুঁকি নিরসন করে ব্যবসায়ীদের নিরাপত্তা দেবে। টাস্কফোর্স যখন গঠন করেছি তখন তার কার্যপরিধি নিশ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ২৯টি ছাড়াও অনেক দাহ্য পদার্থ আছে। অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ পদার্থ অপসারণ অভিযান অব্যাহত থাকবে। তবে কোনোভাবেই কোনও ব্যবসায়ীকে হয়রানি বা দাহ্য পদার্থ নয় তার বিরুদ্ধে অভিযান করা হবে না।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি মডেল কাইলি জেনার

144650kailllllস্টকমার্কেটবিডি ডেস্ক :

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি হিসেবে স্থান পেয়েছেন কাইলি জেনার। তিনি একজন মার্কিন মডেল, অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা; বয়স মাত্র ২১ বছর।

জানা গেছে, কাইলি জেনার সম্পদ গড়েছেন উত্তরাধিকার সূত্রে নয়, নিজের যোগ্যতায়। তিনি কারদাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য।

কসমেটিকস ব্যবসার মাধ্যমে বিলিয়ন ডলারের মালিক হয়েছেন কাইলি। তিন বছর আগে কাইলি কসমেটিকস-এর যাত্রা শুরু হয়। গতবছর প্রতিষ্ঠানটি আয় করেছে ৩৬ কোটি ডলার।
বয়সের ক্ষেত্রে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন কাইলি জেনার। জাকারবার্গ বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে।

সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনে ১৫ শতাংশ ভ্যাটের নির্দেশ

face-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিলে তার ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ব্যাংকগুলোকে পণ্যমূল্য পরিশোধের সময় সেবা গ্রহণকারীর কাছ থেকে এই ভ্যাট কেটে রাখার কথা, কিন্তু কোনো কোনো ব্যাংক তা কাটছে না বলে অভিযোগ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয়।

সে আলোকে গত সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই ভ্যাট কর্তনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ হারে মূসক (ভ্যাট) আদায় নিশ্চিত করতে হবে।

এদিকে অভিযোগ আছে, ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমেও এসব সেবার অর্থ পরিশোধ হয়ে থাকে। এটা রোধে কোনো নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এসব সেবার পণ্যমূল্য মাস্টার কার্ড, ভিসা কার্ড বা টিটিতে পরিশোধ করা হলে ব্যাংকগুলো এখন থেকে ১৫ শতাংশ ভ্যাট কর্তন করবে। কিন্তু ব্যাংকিং চ্যনেলের বিকল্প হুন্ডির মাধ্যমে এটা পরিশোধ করা হলে ভ্যাট কর্তন কোনোভাবেই সম্ভব নয়। তবে হুন্ডি লেনদেন কমাতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর আইন-১৯৯১-এর ধারা ৩-এর উপধারা ৩-এর দফা (ঘ) অনুযায়ী, বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে (যেমন : রয়ালিটি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, ফেসবুক, ইউটিউবসহ সব মাধ্যমে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি) সরবরাহের ক্ষেত্রে সেবাগ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট আদায়যোগ্য।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভার দিন পরিবর্তন

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ৩ টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ৬ মার্চ কোম্পানিটির বোর্ড সভার তারিখ নির্ধারণ করে। এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে