যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন হুয়াওয়ের সিএফও

b8cf394eec2bbe1c8a9f7f762b2913df-5c7c9ed29d112স্টকমার্কেটবিডি ডেস্ক :

এবার কানাডার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝু। গত বছরের ডিসেম্বরে ইরানে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন ও জালিয়াতির অভিযোগে মেংকে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের অনুরোধে তাঁকে গ্রেপ্তার করে কানাডা। এবার ওই ঘটনার জন্য মেং কানাডা সরকারের বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছেন।

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মেং ওয়ানঝু। তাঁর গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে চীন সরকারের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যেই এ কাজ করেছে।

গত শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন মেং। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি), কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) ও যুক্তরাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে তার নাগরিক অধিকার লঙ্ঘন করার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করেন। মেং বলেন, গ্রেপ্তারের আগে সিবিএসএ কর্মকর্তারা তাঁকে অন্যায়ভাবে আটকান, জিজ্ঞাসাবাদ করেন এবং তল্লাশি চালান।

ভ্যাঙ্কুভারে বেশ সম্পত্তির মালিক মেং। বর্তমানে জামিনে মুক্ত তিনি।

স্মার্টফোন, নেটওয়ার্ক যন্ত্রপাতিসহ প্রযুক্তি–দুনিয়ায় পশ্চিমা প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে হুয়াওয়ে তর তর করে এগোচ্ছে। একই সঙ্গে চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর সন্দেহ বাড়ছে। হুয়াওয়ের ওপর কড়া নজর রাখছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা। সেই সন্দেহের বশেই কানাডায় গ্রেপ্তার হন মেং ওয়ানঝু।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিনো বাংলার লভ্যাংশ পত্র বিতরণ শুরু

sinoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনো-বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেভিডেন্ট ওয়ারেন্ট শুরু হয়েছে। এটা ২ হতে ৪ মার্চ পর্যন্ত চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানটি ২০১৮ সালের লভ্যাংশ পত্র বিতরণ করবে। বিনিয়োগকারীরা নির্ধারিত দিনে রাজধানীর পান্হপথে অবস্তিত নাভানা ডিএইচ টাওয়ারের ৯ম তলা থেকে এই ডেভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবে।

উক্ত সময়ে যারা এই কাগজটি সংগ্রহ করতে না পারবে তাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে বলে ডিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ফুয়াং সিরামিকসের সর্বশেষ ঋণমান ‘বিবিবি১’

fuwanস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি১’ । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

সায়হাম কটনের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

saiham-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ২’ । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

মুন্নু সিরামিকসের শেয়ার দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মুন্নু সিরামিকস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বাংলাদেশ বিমান ও এয়ারপোর্টে দুর্নীতির উৎস ‘চিহ্নিত’

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির উৎস ‘চিহ্নিত’ করে তা বন্ধে কিছু সুপারিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মুনীর চৌধুরীর স্বাক্ষরে দুটি প্রতিবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও বেসামরিক বিমান পরিবহন সচিবকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

রোববার দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে প্রতিবেদন দুটি হস্তান্তর করেন।

বিমানে দুর্নীতি যেখানে

দুদকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রগুলো হচ্ছে- উড়োজাহাজ কেনা ও ইজারা নেওয়া, রক্ষণাবেক্ষণ ও ওভারহোলিং, গ্রাউন্ড সার্ভিসিং, কার্গো আমদানি-রপ্তানি, যাত্রী পরিবহন ও টিকেট বিক্রি, অতিরিক্ত ব্যাগেজের চার্জ আত্মসাৎ ও বিমান ফুড ক্যাটারিং।

প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজ কেনা, ইজারা নেওয়া ও নানা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ‘ব্যাপক দুর্নীতি’ হয়ে থাকে। উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটায় ‘শত শত কোটি টাকার দুর্নীতি’ হয়ে থাকে।

বিমানের আয়ের বড় খাত কার্গো সার্ভিস হলেও এ খাতে বড় ধরনের দুর্নীতি হয় বলে দুদকের দাবি।

জাতীয় পতাকাবাহী একমাত্র বিমান সংস্থা বিমান জাতীয় পতাকাবাহী একমাত্র বিমান সংস্থা বিমান
প্রতিবেদনে বলা হয়, “কার্গো সার্ভিস খাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে কোটি কোটি টাকা এয়ারওয়ে বিল কম পাচ্ছে। অনেক সময় বিমানের কার্গো সার্ভিসের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী আমদানি-রপ্তানিকারকদের যোগসাজশে ওজনে কম দেখিয়ে, আবার কখনও একক পরিবর্তন করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন।”

বিমানে যাত্রীরা অনেক সময় অতিরিক্ত ব্যাগেজ নিয়ে উঠেন। সেজন্য যাত্রীদের থেকে অতিরিক্ত মাশুল নেওয়া হলেও জমা না দেখিয়ে ‘লাখ লাখ টাকা আত্মসাৎ’ করা হয় বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

বিমানের টিকেট শেষ হওয়ার কথা বলা হলেও বিভিন্ন ফ্লাইটে আসন খালি থাকে বলেও দুদক দেখতে পেয়েছে। এজন্য বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে প্রতিবেদনে বলা হয়, “অন্যান্য এয়ারলাইন্সের যোগসাজশে তাদের টিকিট বিক্রির সুবিধা করে দিতে বিমানের কর্মকর্তারা কমিশন নিয়ে এসব কাজ করে।”

প্রতিবেদনে দেশি-বিদেশি বিশেষজ্ঞের সমন্বয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রয় কমিটি গঠনের সুপারিশ করেছে দুদক।

বিমানের কেনা বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম তালিকা, কখন কেনা হয়েছে, কী দামে কেনা হয়েছে, কোন প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হয়েছে, কত টাকা মূল্য পরিশোধ করা হয়েছে, এসব নথিপত্র পর্যালোচনা করে দুর্নীতির পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করে দুদক।

বাংলাদেশ বিমানকে দক্ষ গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে গড়ে তোলার জন্য বিশ্বের নামি গ্রাউন্ড হ্যান্ডলারের সঙ্গে ৩-৫ বছর মেয়াদে চুক্তি করার সুপারিশ করেছে দুদক।

এছাড়া বিমানের কার্গো ওজন, অতিরিক্ত ব্যাগেজের মাশুল নেওয়ার বিষয়টিতে তদারকি জোরদারের সুপারিশও করা হয়েছে।

বেবিচকে দুর্নীতি যেখানে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকে ১১টি অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুদক। সেগুলো হল- ক্রয় খাত,, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ, সম্পত্তি ব্যবস্থাপনা, বিমানবন্দরের স্পেস/স্টল ও বিলবোর্ড ভাড়া, কনসালটেন্ট নিয়োগ, কর্মকর্তাদের বিদেশ প্রশিক্ষণ, যাত্রীদের অধিকার বিষয়ে ‘মন্ট্রিল কনভেনশন’ বাস্তবায়ন, মেরামত ও রক্ষণাবেক্ষণ, পাইলট, ফ্লাইং ইঞ্জিনিয়ার ও উড়োজাহাজের লাইসেন্স দেওয়া, ফ্লাইট ফ্রিকোয়েন্সি ও শিডিউল অনুমোদন।

এসব খাতে দুর্নীতি প্রতিরোধে বুয়েটের শিক্ষকসহ অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ক্রয় কমিটি গঠন করা, নিমার্ণকাজ মূল্যায়নের জন্য বুয়েটের শিক্ষকসহ বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নিরপেক্ষ মেয়াদী কমিটি গঠন, বেবিচকের সম্পত্তি ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞ পরিচালক পদায়নের সুপারিশ করেছে দুদক।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় দোকান ও বিলবোর্ডগুলো বরাদ্দের যৌক্তিকতা খতিয়ে দেখে দোকান ও বিলবোর্ড বরাদ্দ বাতিল করতে হবে, বেবিচকের কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে, বিভিন্ন অবকাঠামো নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ই-টেন্ডার ব্যবস্থা চালু, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও এয়ার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রসমূহ চিহ্নিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দক্ষদের যথাযথ জায়গায় পদায়ন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৮ মাসে প্রবাসী আয় অর্জনের প্রবৃদ্ধি ১০ শতাংশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে ১ হাজার ৪০ কোটি ৩৯ লাখ (১০.৪০ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৯৪৬ কোটি ১১ লাখ (৯.৪৬ বিলিয়ন) ডলার।

এ হিসাবে আট মাসে রেমিটেন্স বেড়েছে ১০ শতাংশ।

সর্বশেষ ফেব্রুয়ারি মাসে ১৩১ কোটি ৭৭ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন ১১৪ কোটি ৯০ লাখ ডলার।

এ হিসাবে ফেব্রুয়ারি মাসে গত বছরের ফেব্রুয়ারির চেয়ে রেমিটেন্স বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

ফেব্রুয়ারি মাস ২৮ দিন হওয়ার পরও ১৩২ কোটি ডলার রেমিটেন্স এসেছে; যা খুবই সন্তোষজনক।

২০১৯ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা ছিল এক মাসের হিসেবে রেকর্ড।

এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ১৪৯ কোটি ২৪ লাখ ডলার; ২০১৪ সালের জুলাই মাসে।

গত বছরে এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ (১৫.৫৪ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন তারা। ঐ অংক ছিল ২০১৭ সালের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি।

রবিবার রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৩ বিলিয়ন ডলার। ২০১৬ সালের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নীচে নামেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ১৮৫ মিলিয়ন ডলার দিবে বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা ৩১০ মেগাওয়াট যোগ করতে এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বেসরকারিখাতের অংশগ্রহণ বাড়াতে ১৮৫ মিলিয়ন ডলার সহায়তায় অনুমোদন দিয়েছে।

এই উদ্যোগে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ফেনী জেলায় প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াটের বড় ধরনের সৌর জ্বালানি প্যানেল পার্ক নির্মিত হবে। বর্তমানে সরবরাহ গ্রীডে ১ দশমিক ৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হয়।

এ প্রকল্পে জীবাশ্ম জ্বালানি পরিহারের ফলে তা স্বচ্ছ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিচ্ছন্ন বায়ুমন্ডলের সহায়ক হবে। যা বছরে ৩৭৭০০০ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস করবে।

বিশ্বব্যাকের বাংলাদেশ ও ভুটানের অ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর ড্যান্ডান চেন বলেন, বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বাংলাদেশের রয়েছে বিশ্বের অন্যতম সফল অফ-গ্রীড নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি। এর মাধ্যমে জনসংখ্যার ১০ শতাংশের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সম্প্রসারণের সহায়তা করবে।

এতে সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতাও জোরদার হবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

১০ হাজার কি.মি. নৌপথের নাব্য পুনরুদ্ধার করা হবে: নৌ-প্রতিমন্ত্রী

rangaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নৌপথের নাব্য বাড়াতে সরকার ছোট–বড় নদী খনন করার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ’র মাধ্যমে ১৭৮টি নদী খনন করে ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্য পুনরুদ্ধার করা হবে।’

রবিবার (৩ মার্চ) সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নাব্যতা বাড়াতে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে—পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী নদীর সদর ঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত খননের মাধ্যমে নাব্য বাড়ানো ও নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ অন্যতম।’

পনির উদ্দিন আহমদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘উপজেলা পর্যায়ে চিকিৎসক ও নার্স পদায়নের জন্য নতুন করে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের আছে। ইতোমধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৭৮১ জন। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ১৩৭ জন।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কেমিক্যাল গুদাম উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরবে না সরকার

kamal minস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম উচ্ছেদ কার্যক্রম থেকে সরকার সরে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার (৩ মার্চ) সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ৭১ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো অর্ধশত। কেমিক্যালের গোডাউন ও বিভিন্ন দাহ্য পদার্থ থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। এরপর থেকেই কেমিক্যাল গোডাউন সরাতে তৎপর হলেও ব্যবসায়ীদের পক্ষ থেকে বাধা আসে।

চকবাজারে কেমিক্যালের গোডাউন উচ্ছেদে সরকার দমে যাবে কিনা- প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দমে যাওয়ার তো প্রশ্নই আসে না। যেখানে এত মানুষ হতাহত হচ্ছে, জনস্বার্থে দমে যাওয়ার প্রশ্নই আসে না। এখানে মেয়র মহোদয় একটি সিদ্ধান্ত দেবেন, তিনি তার নগরে কোথায় কোনটা রাখবেন। জাতীয়ভাবেও আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি।

স্টকমার্কেটবিডি.কম