জাতিসংঘের ৩০৭ কোটি ডলারের বাজেট পাশ

budget 2015-16স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতিসংঘে ৪৬ বছর পর এক বছরের বাজেট (২০২০) পাশ হলো। এর আগে একত্রে দু’বছরের জন্য বাজেট প্রণীত হয়। ২৭ ডিসেম্বর শুক্রবার পাশ হওয়া বার্ষিক এ বাজেটে বরাদ্দ রয়েছে ৩,০৭,৩৮,৩০,৫০০ ডলার (৩ বিলিয়ন ডলারের সামান্য বেশী)। গত বছরের চেয়ে তা ৮ মিলিয়ন ডলার বেশি বলে সাধারণ অধিবেশনের পঞ্চম কমিটি (প্রশাসন ও বাজেট) সূত্রে জানা গেছে।

জাতিসংঘ চলতি সাধারণ অধিবেশনের সভাপতি তাইজানি মুহাম্মদ-ব্যান্দে পঞ্চম কমিটিকে ধন্যবাদ জানিয়ে এ প্রসঙ্গে বলেছেন, জাতিসংঘের যাবতীয় কার্যক্রম যে সুষ্ঠুভাবে চলছে এটি তারই প্রমাণ। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ২০২০ সালের প্রস্তাবিত এ বাজেট জাতিসংঘের চলমান সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পাশাপাশি জনকল্যাণমূলক পরিকল্পনাসমূহ বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসডিজি বাস্তবায়িত করার দশকে পদার্পণে ইতিবাচক ভূমিকা রাখবে এই বাজেট।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই’র নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ও শাকিল রিজভীর জয় লাভ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিচালক নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ও শাকিল রিজভী জয়ী হয়েছেন।

আজ রবিবার মতিঝিলে অবস্থিত ডিএসই ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গণনা শেষে ডিএসই’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ আবদুস সামাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য হারুন উর রশিদ এবং মনজুর উদ্দিন আহমেদ৷ উল্লেখ্য যে, এবছর ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে দুজন সদস্য-শরীফ আতাউর রহমান এবং মোঃ হানিফ ভুইয়া অবসর গ্রহণ করেন৷

এ পরিচালক নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ১৪৯জনের এবং মোঃ শাকিল রিজভী ১৩৩ জনের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শামীম আফজাল৷ তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৬৷

এর আগে সকাল ১০ ঘটিকা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩.৩০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে৷ ২৫৯ জন ভোটারের মধ্যে মোট ১৭৮ জন এই নির্বাচনে ভোট প্রদান করেন৷ এর মধ্যে ৮ জন ভোটারের ভোট বাতিল বলে গণ্য করা হয়৷

নব্য নির্বাচিত মোঃ শাকিল রিজভী ২০১০ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকাকালীন বিতর্কের উর্ধ্বে থেকে নিরপেক্ষতার সাথে শেয়ারবাজারের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন৷ পরবর্তী সময়ে ১৬ মার্চ ২০১১ সালে দ্বিতীয় বারের মতো আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷ তার আগে জনাব রিজভী ২০০৯ সালে ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ এ ছাড়াও তিনি ২০০২ ও ২০০৩ সালে ডিএসই’র মেম্বারস ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন৷

আর মোহাম্মদ শাহজাহান জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক৷তিনি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ ২০১০ সালে তিনি দ্বিতীয় বারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচিত হন৷

স্টকমার্কেটবিডি.কম/

উরী ব্যাংক নয়, প্রিমিয়ারের ঋণ পরিশোধ করবে রিন সাইন

Ring-Shine-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের পরিচালনা বোর্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা দিয়ে প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধ করবে। তবে আইপিও প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানিটি উরী ব্যাংকে ঋণ পরিশোধের কথা ছিল।

জানা গেছে, রিং সাইন টেক্সটাইল আইপিও হতে প্রাপ্ত ২২ কোটি টাকার একটি তহবিল প্রিমিয়ার ব্যাংককে দিবে ঋণ পরিশোধ বাবদ। তবে আইপিও প্রসপেক্টাসে এই প্রিমিয়ার ব্যাংকে ঋণ পরিশোধের কথা বলা হয়নি।

কোম্পানিটির ভাষ্য, কোম্পানিটির নামে নেওয়া উরী ব্যাংকের ঋণটি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এসময় কোম্পানিটি প্রিমিয়ার ব্যাংক হতে একটি ঋণ নিয়েছে। এখন কোম্পানিটি উরি ব্যাংকের পরিবর্তে প্রিমিয়ার ব্যাংকের ২২ কোটি টাকার উক্ত ঋণ পরিশোধ করবে।

সূত্র জানায়, কোম্পানির পরিকল্পনা অনুযায়ী প্রসপেক্টাসে ঢাকা ব্যাংক এবং উরি ব্যাংকের ‍ঋণ পরিশোধের কথা উল্লেখ আছে।

সম্প্রতি রিং সাইন টেক্সটাইল আইপিওর মাধ্যমে শেয়ারবাজার হতে ১৫০ কোটি টাকা উত্তোলণ করে। এই টাকার মধ্যে ৯৬ কোটি টাকার মেশিনারিজ কিনবে আর ৫০ কোটি টাকা পূর্বের নেওয়া ঋণ পরিশোধ করবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধের বিষয়টিকে রিন সাইন টেক্সটাইলের সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।

স্টকমার্কেটবিডি.কম/

এস্কোয়ার নিটের এজিএমের দিন পিছালো

esqureস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কোয়ার নিট কম্পোজিটস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পিছানো হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৮ ডিসেম্বর এই এজিএম করার সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  2. স্ট্যান্ডার্ড সিরামিকস
  3. ড্যাফোডিল কম্পিউটারস
  4. প্রাইম ব্যাংক
  5. খুলনা পাওয়ার কোম্পানি
  6. রিন সাইন টেক্সটাইল
  7. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  8. ব্যাংক এশিয়া
  9. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ
  10. আনলিমা ইয়ার্ণ লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩০৫ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫১২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। আর দর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, ড্যাফোডিল কম্পিউটারস, প্রাইম ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, রিন সাইন টেক্সটাইল, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ ও আনলিমা ইয়ার্ণ লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসইতে পরিচালক নির্বাচন চলছে

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা বোর্ডের নির্বাচন চলছে।ডিএসইর পরিচালনা বোর্ডের সব সদস্যদের উপস্থিতিতে এই ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষ হবে বিকাল সাড়ে ৩টায়।

আজ রবিবার সকাল ১০টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে।

জানা গেছে, এই নির্বাচনে প্রতিষ্ঠানটির দু’জন শেয়ারহোল্ডার-পরিচালক নির্বাচন করা হবে।

উল্লেখ, কিছুদিনের মধ্যে দু’জন শেয়ারহোল্ডার পরিচালকের পদ শূন্য হবে। বিধি অনুসারে যে দু’জন পরিচালক অবসর নেবেন তারা হচ্ছেন-এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র‍্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ।

স্টকমার্কেটবিডি.কম/আ

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে এসআইবিএল

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলাসী ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই মুদারাবা প্রাপারেন্টচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটি সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

প্রাইম টেক্সটাইল স্পিনিং বি ক্যাটাগরিতে

primস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল  স্পিনিং মিলস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

জাহিন স্পিনিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি