প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রবাহ কমেছে ৪২%

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত বস্ত্র ও পোশাকের রফতানি এখন নিম্নমুখী। খাতটির বিদেশী বিনিয়োগ প্রবাহেও এখন দেখা যাচ্ছে ভাটার টান। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত অর্থবছর শেষে বস্ত্র-পোশাকে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রবাহ (এফডিআই) হ্রাস পেয়েছে ৪২ শতাংশ।

বিদেশী বিনিয়োগ প্রবাহ আকর্ষণের দিক থেকে দীর্ঘদিন ধরেই এগিয়ে বস্ত্র ও পোশাক খাত। খাতটিতে এফডিআই প্রবাহ হ্রাস পাওয়ার তথ্যে খাতসংশ্লিষ্টদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, সামষ্টিক অর্থনীতির বিচারে এফডিআই প্রবাহ কমে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। তবে খাতটিতে বিদেশী বিনিয়োগ কমে যাওয়ার বিষয়টি ইতিবাচক না নেতিবাচক, তা সুনির্দিষ্ট করে বলতে হলে আরো গভীরে গিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। কারণ দেশের পোশাক শিল্পে স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা এখন পর্যাপ্ত। এ কারণে খাতটির চেয়ে এটির ব্যাকওয়ার্ড লিংকেজ বা পশ্চাত্সংযোগ শিল্পে বিদেশী বিনিয়োগের প্রয়োজন তুলনামূলক বেশি।

বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সর্বশেষ সমীক্ষা প্রতিবেদন বলছে ২০১৭-১৮ অর্থবছরে টেক্সটাইল অ্যান্ড ওয়্যারিং খাতে এফডিআই প্রবাহ ছিল ৪৫ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। ২০১৮-১৯ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলারে। এ হিসাবে খাতটিতে গত অর্থবছরে এফডিআই প্রবাহ হ্রাস পেয়েছে ৪২ শতাংশ।

এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, বিদেশী বিনিয়োগ কমে যাওয়া জাতীয় স্বার্থে অবশ্যই খারাপ। ব্যাকওয়ার্ড লিংকেজ বা ভার্টিক্যাল সেটআপে কেউ যদি এফডিআই নিয়ে আসে, তা ভালো এবং আমাদের কোনো আপত্তি নেই।

স্টকমার্কেটবিডি.কম/আর

শুক্র ও শনিবার ঢাকায় ব্যাংক খোলা রাখতে চায় ইসি

9-bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুক্র ও শনিবার ঢাকা মহানগরের সব ব্যাংক খোলা রাখার নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সিটি কর্পোরেশন এলাকার সব ব্যাংক শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপ সচিব (নির্বাচন পরিচলনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে সূত্রোল্লিখিত পত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘােষিত সময়সূচির আলােকে আগামী ৩১ ডিসেম্বর মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ হিসেবে নির্ধারিত রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মানোনয়নপত্র দাখিলকারীদের মনােনয়নপত্র দাখিলের সুবিধার্থে ২৭ ও ২৮ ডিসেম্বর শুক্রবার ও শনিবার ঢাকা মহানগরস্থ সকল ব্যাংক খােলার রাখার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/

১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু, বাড়ছে প্রবেশমূল্য

tradস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ-২০২০)। এবার মেলার টিকিটের দাম ধরা হয়েছে ৪০ টাকা, যা গতবার ছিল ৩০ টাকা।

আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলার বিভিন্ন স্থাপনার নির্মাণকাজ সম্পন্ন করতে দিনরাত চলছে কাজ। ইতোমধ্যে ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এবার স্মৃতিসৌধের আদলে তৈরি করা হচ্ছে বাণিজ্যমেলার মূল গেট। এর সঙ্গে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।

বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলার মূল গেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ছোঁয়া থাকবে। এবারই প্রথম মেলার মূল গেট ও বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর। গতবারের মতো এবারও মেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনসহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন থিম থাকবে।

এবারের মেলার প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হলেও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকাই রাখা হয়েছে।

মেলাতে পর্যাপ্ত মোবাইল কোর্ট থাকবে। ভোক্তা অধিদপ্তর, সিটি করপোরেশন, জেলা প্রশাসক ও আমাদের (ইপিবি) নিজস্ব মোবাইল কোর্টসহ মোট চারটি মোবাইল কোর্ট মাঠের সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে। মেলাতে ধুলোবালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ হকার এবং ভিক্ষুকদের উৎপাত কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবার বাণিজ্যমেলায় স্টলের সংখ্যা কমেছে। এখন পর্যন্ত মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৪৫০টি। গত বছর ছিল ৫৫০টি। এ পর্যন্ত সোনালী, জনতা, ডাচ বাংলা, ইসলামী ব্যাংকসহ চারটি ব্যাংকের বুথ ও ব্যাংকিং কার্যক্রম চালানো হবে বলে ঠিক হয়েছে।

বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২৩টি দেশের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, ভিয়েতনাম, মালদ্বীপ, জাপান, ইতালি, আরব আমিরাত, ডেনমার্ক, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিল, ফিলিপিন, রাশিয়া ও জার্মানি।

মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারও মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ অনুমোদন

Wata-700x328স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালসের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।

আজ বৃহস্পতিবার কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

এজিএমে কোম্পানির ৩০জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ছাড়াও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।

কোম্পানিটি গত বছরে ৩০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

শেষদিনে বেড়েছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‍মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬৫ কোটি ৬০ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৩৯ কোটি ৪৫ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৬৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বারাকা পাওয়ারের ২০১৯ সালের ঋণমান প্রকাশ

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড কোম্পানিটির এ ঋণমান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির মেয়াদি ঋণমান এসেছে ”এএ১”।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ মান নির্ধারণ করেছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বসুন্ধরা পেপারের গত বছরের ঋণমান ”এএ৩”

basondaraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড কোম্পানিটির এ ঋণমান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির মেয়াদি ঋণমান এসেছে ”এএ৩”।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ মান নির্ধারণ করেছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

 

মতিন স্পিনিংয়ের ঋণমান প্রকাশ

motinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (ক্রিশল) কোম্পানিটির এ ঋণমান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ”এএ-”। আর স্বল্প মেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ”এসটি-৩”।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ মান নির্ধারণ করেছে ক্রিশল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এসিআই লিমিটেডের ঋণমান ”এএ-”ও ”এসটি-২”

aci-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এসিআই লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (ক্রিশল) কোম্পানিটির এ ঋণমান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ”এএ-”। আর স্বল্প মেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ”এসটি-২”।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ মান নির্ধারণ করেছে ক্রিশল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

 

কারখানায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে কনফিডেন্স সিমেন্ট

confidence-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিজেদের কারখানায় ৫ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ক্যাপটিভ পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিদ্যুৎকেন্দ্রটির মাধ্যমে কোম্পানিটির ৩ নম্বর ইউনিটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এটি হবে কোম্পানিটির কারখানায় স্থাপিত দ্বিতীয় ক্যাপটিভ পাওয়ার প্লান্ট।

সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পর্ষদ গত বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সভায় বগুড়ায় ১১৩ মেগাওয়াটের দুটি, রংপুরে ১১৩ মেগাওয়াটের একটি ও চট্টগ্রামে ৫৪ দশমিক ৩৬৩ মেগাওয়াট সক্ষমতার একটিসহ মোট চারটি বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। কনফিডেন্স সিমেন্টের সহযোগী কোম্পানি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চারটির মোট উৎপাদন সক্ষমতা ৩৯৩ দশমিক ৩৬৩ মেগাওয়াট। চারটি বিদ্যুৎকেন্দ্রই বর্তমানে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।

সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসে কনফিডেন্স সিমেন্টের ৪১ শতাংশ মালিকানা রয়েছে। এইচএফওভিত্তিক চারটি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫ বছরের জন্য বিদ্যুৎ কেনার চুক্তি করেছে বিপিডিবি।

স্টকমার্কেটবিডি.কম/আর