1. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  2. লাফার্জ হোলসিম সিমেন্ট
  3. ওরিয়ন ইনফিউশন
  4. খুলনা পাওয়ার কোম্পানি
  5. ইন্দো বাংলা ফার্মা
  6. এডিএন টেলিকম
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. এসকে ট্রিমস
  9. এস এস স্টিলস
  10. সাইফ পাওয়াটেক লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্র অবস্থায় কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সূচকের মিশ্র অবস্থা ছিল। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫০৫ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৮০ পয়েন্টে। আর ডিএসই সূচক ০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৩০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫১৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – শেফার্ড ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, খুলনা পাওয়ার কোম্পানি, ইন্দো বাংলা ফার্মা, এডিএন টেলিকম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এসকে ট্রিমস, এস এস স্টিলস ও সাইফ পাওয়াটেক লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৩২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৩৩ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে কনফিডেন্স সিমেন্ট ও লাফার্জ হোলসিম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মালেক স্পিনিংয়ের ৫ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

malekস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং  লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

শামিম মতিন চৌধুরী  নামে কোম্পানির এ পরিচালক ৫ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোমটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

বিএটিবিসির বোর্ড সভা ২২ ফেব্রুয়ারি

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি বিএটিবিসির বোর্ড সভা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা সাড়ে ৫ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আলিফ ইন্ডাস্ট্রিজের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ১৮ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে

এদিন বেলা সাড়ে ৪টায় নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ