মেট্রো স্পিনিংয়ের ১২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

metrস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের একজন পরিচালক ১২ লাখ ৩৪ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস লায়েলা আলী নামে এই পরিচালক কোম্পানিটির ১২ লাখ ৩৪ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ২৯ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

মেট্রো স্পিনিংয়ের ১১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

metroস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১১ লাখ ৬৬ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ আলী খোকন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১১ লাখ ৬৬ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ২৯ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

অক্সিজেন এসোসিয়েটেডের আইপিও আবেদনের লটারি আজ

associatd oxiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য অক্সিজেন এসোসিয়েটেড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারি আজ ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার তুলনায় ৩১.৪৬ গুণ বেশি জমা পড়েছে। এজন্য লটারির মাধ্যমে আইপিও শেয়ারগুলো বন্টন করবে কোম্পানিটি।

আজ ৭ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল কন্টিনেন্টালের ক্রিষ্টাল বল রূমে এই লটারি অনুষ্ঠিত হবে।

কোম্পানি জানায়, কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয় ১০ অক্টোবর থেকে। এই আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হয়।

প্রতিটি আবেদনের সাথে ৫০০ শেয়ার মূল্যের সমপরিমাণ বা ৫০০০ টাকা করে জমা দেয় বিনিয়োগকারীরা।

সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচবাবদ ব্যয় করা হবে।

২০১৯ সালে ৩০ জুন পর্যন্ত এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের মূল্য দেখানো হয়েছে ১৭.৩৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

স্টকমার্কেটবিডি.কম/

মীর আকতার হোসেনের আইপিও বিডিংয়ের শেষদিন আজ

mir-akhter-150x150স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মীর আকতার হোসেন লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিংয়ের শেষ দিন আজ। এই বিডিং ৭২ ঘন্টা আগে শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, গত ৪ অক্টোবর বেলা ৫ টায় মীর আকতার হোসেন লিমিটেডের এই বিডিং শুরু হয়েছে। পরবর্তী ৩ দিন এই বিডিং চলবে। বিডিং শেষ হবে আজ ৭ অক্টোবর বেলা ৫টায়। বিডিং অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সুবিধাজনক দরে ক্রয় প্রস্তাব দিতে পারবেন।

গত ১৩ আগষ্ট অনুষ্ঠিত বিএসইসির ৭৩৫ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

কোম্পানিটি গত ২০১৮ সালের ১৭ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি আইপিও রোড শো করে। সেখানে বিপুল সংখ্যক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশগ্রহণ করে।

মীর আকতার হোসাইন লিমিটেড হলো মীর গ্রুপের একটি কোম্পানি। এই কোম্পানিটি দেশে বড় বড় ধরণের অবকাঠামো, যেমন: রাস্তা, ব্রিজ, উচ্চতল ভবন ইত্যাদি নির্মাণ করে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/আর