৬ মাসে সাদা হলো ১০ হাজার ২২০ কোটি কালোটাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনারা মধ্যেই গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ৬ মাসেই ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে। অর্থ বৈধ করেছেন ৭ হাজার ৬৫০ জন। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এতে বলা হয়, কালো টাকা সাদা করার মাধ্যমে ৯৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। এরমধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা। যা দিয়েছেন ২০৫ জন।

এতে আরও জানানো হয়, চলতি অর্থবছরের ছয় মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ। আর করদাতা বেড়েছে ৯ শতাংশ। সেই হিসেবে এবছর রিটার্ন দাখিল করেছেন ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন।

অর্থনীতিতে গতি সঞ্চার, বিনিয়োগ বৃদ্ধি ও পুঁজিবাজারের উন্নয়নে চলতি অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে বিশেষ সুযোগ দেয় সরকার।

স্টকমার্কেটবিডি.কম/এএইচ

ডিএসইতে এক ঘন্টায় লেনদেন হাজার কোটির ঘরে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১ টা পর্যন্ত এক ঘণ্টায় ডিএসইতে হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির। আর দর কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ৯৪০ কোটি ৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইসলামিক ফাইন্যান্সের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের এক উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা ফিরোজ আলমের কাছে থাকা মোট ২৮ লাখ ২৯ হাজার ৩টি শেয়ার উনার পুত্রদের হস্থান্তর করা হবে।

উনার পুত্র ফরিদুল আলমকে ৯,৮৬,৬৫১টি, ফয়সাল আলমকে ৯,৮৬,৬৫১টি, কন্যা রেজিনা আলমকে ৪,৯৩,৩২৬টি ও স্ত্রী ফরিদা আকতারকে ৩,৫২,৩৭৫টি শেয়ার হস্তান্তর করা হবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করা হবে।

কোম্পানিটির উদ্যোক্তা ফিরোজ আলম গত ৫ অক্টোবর মারা গেলে হাইকোর্টের নির্দেশনা মেনে এসব শেয়ার হস্থান্তর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের রিং ইউনিট চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের রিং ইউনিটের উৎপাদন কার্যক্রম চালু হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, আজ ৫ জানুয়ারি হতে এই ইউনিটের উৎপাদন কার্যক্রম চালু হবে।

ইতোমধ্যে এই ইউনিটের অবকাঠামাে কাজ শেষ করে সকল মেশিন বসানো হয়েছে।

নতুন এই রিং ইউনিটের প্রতি দিনের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার মেট্রিকটন।

স্টকমার্কেটবিডি.কম/

বিবিএস ক্যাবলসের শেয়ার অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস ঢাকার বাড্ডা এলাকায় কনফিগার বেপারী টাওয়ার নামে একটি ভবনে স্থানান্তর করা হয়েছে। এর আগে এর কার্যালয় ছিল একই এলাকায় অন্য একটি ভবনে।

এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ