দিনশেষে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৬১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭১.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৮২ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ১৬৭৫ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির। আর দর অপরিবর্তিত আছে ৬১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রিড কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪২৪.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৩১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

অলটেক্সের শেয়ার দর বাড়ার কোনো তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৭.৭০ টাকা এবং গতকাল ১১ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১১ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার দর উঠানামা করে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে অলটেক্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আরডি ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য এ আনুষাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাকস ফুড লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১৫.৩০ টাকা এবং গতকাল ১১ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৭.৮০ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার দর উঠানামা করে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আরডি ফুড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দেড় ঘন্টায় লেনদেন ৮২৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১ টা পর্যন্ত দেড় ঘণ্টায় ডিএসইতে ৮২৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০০টি কোম্পানির। আর দর কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১০৮.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫৬.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ৮২৬ কোটি ৪১ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ২৭৯.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৪৪ পয়েন্টে। আর এসময় ২৩ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করায় টুইটারের শেয়ারের দরপতন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ট্রাম্প ছিলেন টুইটারের অন্যতম জনপ্রিয় ব্যবহারকারী, তার অ্যাকাউন্ট ফলো করতো ৮৮ মিলিয়ন মানুষ। ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের পর টুইটারের শেয়ারে ৭ শতাংশ দরপতন হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ৭ শতাংশের বড় দরপতন হয়েছে ভার্চুয়াল সামাজিক মাধ্যম টুইটার ইঙ্কের শেয়ারে। ফলে কোম্পানিটির বাজারমূল্য হারায় ২৫০ কোটি মার্কিন ডলার। টুইটার ইঙ্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর এই দরপতনের শিকার হলো।

ট্রাম্পের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর থেকেই টুইটারের নিন্দায় মুখর হয় রিপাবলিকান রাজনীতিবিদ এবং দলটির সাধারণ সমর্থকেরা। সামাজিক মাধ্যমটির প্রতি তারা বাকস্বাধীনতা কেড়ে নেওয়া অভিযোগ এনেছেন।

এই ঘটনায় প্রযুক্তিখাতের বড় কোম্পানিগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণের দাবি উঠবে, এমন শঙ্কা করছেন পুঁজিবাজারের লেনদেনকারীরা। ফলে, জনতার এক অংশের নেতিবাচক মনোভাব টুইটারের বাজারদরকে স্বাভাবিকভাবেই প্রভাবিত করে। বিনিয়োগকারীদের অনেকেই কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেওয়ায় সোমবার এই দরপতন ঘটে।

ট্রাম্প ছিলেন টুইটারের অন্যতম জনপ্রিয় ব্যবহারকারী। তার অ্যাকাউন্ট ফলো করতো ৮৮ মিলিয়ন মানুষ। তার বার্তাগুলো রিটুইট হয়েছে শত শত কোটি বার।

টিএস লোমবার্ড ব্রোকারেজ হাউজের প্রধান কৌশলবিদ আন্দ্রেঁ সিকোইন এর মতে, “ট্রাম্পের আছে বিশাল অনুরাগী সমর্থক গোষ্ঠী। তাই ট্রাম্প চিরতরে নিষিদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই এসব ব্যক্তির রক্তচক্ষু টুইটারের উপর এসে পড়েছে।”

গত সপ্তাহে ক্যাপিটল হিলে হামলার পর ফেসবুক ইঙ্কের মতো অন্যান্য সামাজিক মাধ্যম কোম্পানিও ট্রাম্পকে নিষিদ্ধ করার পদক্ষেপ নেয়। তবে কার্যদিবসের শুরু থেকেই অন্য কোম্পানির তুলনায় বেশি দর হারায় টুইটারের শেয়ার।

মার্কিন গণমাধ্যম সূত্রগুলো জানিয়েছে, সান ফ্রান্সিসকো শহরে টুইটার সদর দপ্তরের সামনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পুলিশ।

এর আগে গত শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে টুইটার জানায়, ক্যাপিটলে হামলার পর আরও সহিংসতা উস্কে দেওয়ার আশঙ্কা থেকেই তারা ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপ নেয়।

এই প্রথমবার কোম্পানিটি কোনো রাষ্ট্রপ্রধানের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। একইসঙ্গে, ট্রাম্পের উগ্র অনেক সমর্থকের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়। সূত্র : রয়টার্স

স্টকমার্

বাংলাদেশে প্রতিটি ভ্যাকসিন বিক্রি করা হবে চার ডলারে : রয়টার্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কোভিশিল্ড নামে সেরামের উৎপাদিত ভ্যাকসিনের প্রথম দফার চালান চলতি মাসের ২৫শে জানুয়ারির মধ্যেই দেশে আসবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভ্যাকসিন পৌঁছালে আগামী মাসের প্রথম ভাগেই টিকাদান কর্মসূচি শুরু করা যাবে।

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে ৪ ডলারে বিক্রি করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ডোজ টিকার পেছনে ভারতের চেয়েও ৪৭ শতাংশ টাকা বেশি খরচ করা লাগছে বাংলাদেশকে। ভারতে প্রতি ডোজ টিকার দাম পড়ছে ২.৭২ ডলার।

ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে রপ্তানি করার জন্য যে মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে তার ফলে বিশ্বের অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশেও ভ্যাকসিনটির দাম কেমন পড়বে তা বোঝা যাচ্ছে।

১৬ কোটিরও বেশি মানুষের এই দেশে প্রাথমিক পর্যায়ে ৩ কোটি টিকা আনতে গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি করে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোভিশিল্ড নামে সেরামের উৎপাদিত ভ্যাকসিনের প্রথম দফার চালান চলতি মাসের ২৫শে জানুয়ারির মধ্যেই দেশে আসবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভ্যাকসিন পৌঁছালে আগামী মাসের প্রথম ভাগেই টিকাদান কর্মসূচি শুরু করা যাবে।

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি ডোজ টিকার দাম পড়তে যাচ্ছে গড়ে ৩ ডলার। যদিও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউই নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে রয়টার্স ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।

এদিকে ভারত সরকারের সঙ্গে সেরাম ইনস্টিটিউট ২০০ রুপি (২.৭২ ডলার) করে প্রথম দফায় ১ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহ করার চুক্তি করেছে। সেরামের কাছে এখন পাঁচ কোটি ডোজ টিকার মজুত রয়েছে।

১৩৫ কোটি মানুষের দেশ ভারতে চাহিদা অনুযায়ী টিকার এই মজুদ তুলনামূলকভাবে বেশ কম। ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য ভারতীয় নিয়ন্ত্রকেরা কোভিশিল্ডকে অনুমোদন দিয়েছেন।

নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহের জন্য সেরাম অ্যাস্ট্রাজেনেকা, গেটস ফাউন্ডেশন এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট-গাভি’র সাথে চুক্তি করেছে। ব্রাজিল সেরামের কাছ থেকে ২০ লাখ ভ্যাকসিন প্রাপ্তির আশা করছে।

উল্লেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৩ জনে। সূত্র : দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে ১৭ মার্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতিবছর ১ জানুয়ারি থেকে ঢাকার শেরেবাংলা নগরে হলেও এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) হচ্ছে পূর্বাচলে। জায়গাটি শেরেবাংলা নগর থেকে ২৫ কিলোমিটার দূরে। পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ মেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ তা শুরু হবে।

মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) অবশ্য এক মাস আগেই ২৬তম ডিআইটিএফ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। ১৭ মার্চ ডিআইটিএফের পাশাপাশি আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রও উদ্বোধন করা হবে।

ইপিবি সূত্রে জানা গেছে, পূর্বাচলে ২০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। সেখানে ৯ বর্গফুট আয়তনের ৮০০টি স্টল রয়েছে। ফলে শেরেবাংলা নগরের মতো বিপুলসংখ্যক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার সুযোগ নেই। কয়েক তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন প্যাভিলিয়নও দেখা যাবে না। সব মিলিয়ে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫০ শতাংশ কমতে পারে।

পূর্বাচলেও দর্শনার্থীদের টিকিট কেটেই মেলায় প্রবেশ করতে হবে। ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রথম আলোকে বলেন, মেলায় প্রবেশ টিকিটের দাম আগেরবারের মতোই থাকছে। তবে ভিড় এড়াতে অনলাইনে টিকিট কাটার সুবিধাও থাকবে। তিনি আরও জানান, মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে আগামী দু–তিন দিনের মধ্যে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হবে।

ইপিবির কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে সারা বছর সোর্সিং ও পণ্য প্রদর্শনী হবে। সে জন্য পাঁচ তারকা হোটেল, নতুন প্রদর্শনী কেন্দ্র, ভূগর্ভস্থ পার্কিং ইত্যাদি করা হবে। এসব স্থাপনার জন্য ইতিমধ্যে বাড়তি জমি পাওয়া গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইস্টার্ন ক্যাবলসের শেয়ার নিল বিআরবি ক্যাবলস

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের একজন নমিনী পরিচালক ৫ লাখ ২১ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআরবি ক্যাবলসের নমিনী পরিচালক মোঃ মফিজুর রহমান এসব শেয়ার ব্লক মার্কেট হতে বাজার দরে ক্রয় করলেন।

তিনি এই ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেট হতে ক্রয় করেছেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইন্দো বাংলার শেয়ার বিক্রি করবে উদ্যোক্কা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৩ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: বেলাল হোসেন নামে এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার পাবলিক মার্কেটে চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে মোট ৩৭ লাখ ৬৪ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ বোনাস শেয়ার বিক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ