১৭ মে পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো সৌদি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগে থেকে বলা হচ্ছিল, নিজেদের দেশের বাসিন্দাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এবং বন্দরগুলো এ বছরের ৩১ মার্চ খুলে দেবে সৌদি। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি দেশটি এ তথ্য দিয়েছিল। তবে তা আর হচ্ছে না।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের জেরে বন্দর খোলার সিদ্ধান্ত পিছিয়েছে রিয়াদ। ১৭ মে পর্যন্ত, স্থলবন্দর, নৌ-বন্দর ও সমুদ্রবন্দর খোলার সিদ্ধান্ত স্থগিত রেখেছে সৌদি আরব। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, ৩১ মার্চ বাসিন্দাদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়ে বন্দর খুলে দেওয়া হবে। তবে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি এবং বিশ্বের বিভিন্ন দেশে নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়ানো দেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬৭ হাজার পাঁচশ ৪৩ জন এবং মারা গেছে ছয় হাজার তিনশ ৬৮ জন।

সূত্র: সৌদি গেজেট

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে পিই রেশিও ২ শতাংশ কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪-২৮ জানুয়ারি) প্রধান সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৮.৪৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৮.০৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৪ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৪১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২০.৬৯ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.৯৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৬৬ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৮৩ পয়েন্টে, বীমা খাতের ১৮.৩২ পয়েন্টে, বিবিধ খাতের ৫৬.৭৭ পয়েন্টে, খাদ্য খাতের ২৪.৬৮ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.৯২ শতাংশ, চামড়া খাতের ঋণাত্বক ১৩.২০ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৯.৪৬ পয়েন্টে, আর্থিক খাতের ৬০.৩৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫৭.৫৪ পয়েন্টে, পেপার খাতের ৫৯.৭২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৪.৪৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৬.৪০ পয়েন্টে, সিরামিক খাতের ১২৬.৮৫ পয়েন্টে এবং পাট খাতের পিই ঋণাত্বক ৩৭.৯৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

৫ দিনে ডিএসইতে মূলধন কমেছে ৮ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৮ হাজার কোটি টাকা কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় লেনদেন ও সূচক দুটোই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬০১৬ কোটি ২৯ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৭৮২৪ কোটি ৪৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৩.১১ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১২০৩ কোটি ২৫ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৩.১১ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৬৪ কোটি ৯৭ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.২৪পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯১ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৪.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৮০পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৮ হাজার ২৭৭ কোটি টাকা বা ১.৬৮ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

নাহী এলুমিনামের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাহী এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৯ টাকা।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৫৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৩৬ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৬.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়াটা কেমিক্যালসের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.৩১ টাকা।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬.৬০ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯.৫৮ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৫৯.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/